The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

পরিবেশ সম্মত ৫টি জিনিস

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ মানুষের জীবনধারণের জন্য যে পরিবেশের প্রয়োজন, সে পরিবেশ মানব সৃষ্ট নানা কারনে জটিল আকার ধারন করেছে। আমরা পরিবেশ সম্মত জিনিস ব্যবহারের মাধ্যমে পরিবেশ দূষণ কিছুটা হলেও কমাতে পারি। আজ আপনাদের পরিবেশ বান্ধব ৫টি জিনিসের সাথে পরিচয় করাবো।


lifestraw

লাইফ স্ট্রঃ এটি একটি ছোট হাতে বহন যোগ্য পানি শোধন যন্ত্র। সাধারণত পানি শোধন যন্ত্র সমূহ বড়, জটিল গঠনের হয় এবং সাথে করে বনহন অযোগ্য। কিন্তু Vestergaard Frandsen devised LifeStraw এ ধারণাকে বদলে দিয়েছে। তাদের উদ্ভাবিত লাইফ স্ট্র খুব সহজেই বহন যোগ্য এবং এটি যেকোনো রকমের ও স্তরের পানি পরিশোধন করতে পারে।

মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDGs) তাদের এক লক্ষ্যে নির্ধারণ করে ১৯৯০ সাল থেকে ২০১৫ সালের মাঝেই পৃথিবীর অপরিশোধিত পানি পানকারিদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার। কিন্তু এখনো ৮৮৪ মিলিয়ন জনসংখ্যার মাঝে ৩৭% মানুষ সাহারা আফ্রিকা অঞ্চলে অপরিশোধিত পানি পান করছেন। ফলে প্রতিবছর প্রতি ৫ জনে ১ জন করে শিশু মারা যাচ্ছে নানান পানি বাহিত রোগে।

water purifier

পানি শোধনের এই লাইফ স্ট্র এর সুবিধা সমূহঃ

  • এর মাধ্যমে যে কোনো জায়গায় যে কোন পরিবেশে আপনি বিশুদ্ধ পানি পান করতে পারবেন।
  • এটি কমপক্ষে ১০০০ লিটার পানি পরিশোধিত কোরতে পারে।
  • এর মাধ্যমে কমের মধ্যে হলেও ৯৯.৯৯৯৯% পানিবাহিত ব্যক্টেরিয়ার জীবাণু ধ্বংস হয়।
  • এর মাধ্যমে ৯৯.৯% পানিবাহিত প্রোটোজোয়া জীবাণু ধ্বংস হয়।
  • এতে কনো রকম কেমিক্যাল থাকেনা।
  • এতে কোন রকম বিদ্যুৎ, ব্যটারি, অথবা যন্ত্রপাতির পরিবর্তনের প্রয়োজন হয়না।

সহজে বহনযোগ্য সোলার চার্জারঃ বিগত দুই দশক ধরে বিজ্ঞানীরা একটি বহন যোগ্য সোলার চার্জার তৈরি করার জন্য নানান প্রচেষ্টার পরে এখন অবশেষে তা সম্ভব হয়ছে। সহজে বহন যোগ্য ওয়াকা ওয়াকা ব্রেন্ডের এ সোলার চার্জারের সাহায্যে সবধরনের মোবাইল ফোন ও অন্যান্য ব্যটারি চালিত যন্ত্রপাতি চার্জ করা যায়। এই চার্জার সূর্যের আলোতে রাখা হলে নিজে থেকেই চার্জ করে নেয়। এ চার্জারের ফলে রি-চার্জ প্রযুক্তিতে নতুন যুগের সূচনা হচ্ছে। সৌর শক্তির ব্যবহারের মাধ্যমে অফ-গ্রিড বিদ্যুৎ ব্যাবহার বাড়লে, বিশ্বে বিদ্যুৎ তথা জ্বালানী সঙ্কট কিছুটা হলেও মোকাবেলা করা সম্ভব হবে বলে আশা করা যায়।

ওয়াকা ওয়াকা সোলার চার্জার
ওয়াকা ওয়াকা সোলার চার্জার

এলইডি মনিটরঃ আমাদের প্রাত্যহিক জীবনে যতটা সম্ভব প্রযুক্তির ব্যবহারের ফলে আমরা আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করে তুলতে সক্ষম হচ্ছি। যেমন একটি উদাহরণ দেখলে দেখা যায়, CRT মনিটর যেখানে অনেক ওজন, বড় ও বেশি বিদ্যুৎ ব্যবহার করে সেখানে এলইডি মনিটর অনেক হালকা, স্মার্ট ও কম বিদ্যুৎ খরচ করে। এলইডি মনিটর সহজে বহন যোগ্য। এলইডি মনিটর বিদ্যুৎ সাশ্রয়ী ফলে যখন ব্যটারি ব্যবহার করা হয় তখন দীর্ঘ ব্যাকআপ পাওয়া যায়।

AOC-E936VW-19-LED-Monitor-Side

সাইকেল জেনারেটরঃ আপনি সাইকেল চালাবেন, আপনার প্রতিটি প্যাডেলের সাথে সাথে আপনার শরীর থেকে ক্ষয় হওয়া শক্তির বিনিময়ে যদি আপনি কিছু রূপান্তরিত শক্তি পেয়ে জান তবে ব্যপারটা কেমন হয়? The Siva Cycle Atom জেনারেটর তেমনি একটি যন্ত্র যা আপনার সাইকেলে লাগানোর মাধ্যমে আপনি আপনার কায়িক পরিশ্রমকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে পারবেন। যা আপনি সাইকেলের হেড লাইট সহ নানান রি-চার্জ করা যায় এমন যন্ত্রে ব্যবহার করতে পারেন। এটি ছোট এবং সহজে বহন করা যায়, তাই বাড়তি কোন ঝামেলা নেই বললেই চলে।

Best-Eco-Friendly-Gadgets-Siva-Cycle-Atom

কাগজের ব্যাগঃ বর্তমানে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। প্লাস্টিক এমন একটি দূষক যা প্রকৃতিতে দীর্ঘদিন অবিকৃত থাকে, পচে যায় না এবং প্রকৃতিতে বর্তমান ব্যাকটেরিয়া এবং ফাংগাস দ্বারা বিয়োজিত হয় না। প্লাস্টিক যত্রতত্র প্লাস্টিকের ব্যাগ ফেলার কারনে রাসায়নিক পদার্থের নিষ্ক্রমণ পরিবেশ দূষণ সৃষ্টি করে, নর্দমা আটকে যায়, পাণীয় জল দূষিত করে। আমরা যদি প্লাস্টিকের বিপরীতে কাগজের ব্যাগ ব্যবহার করি তাহলে পলিথিনের ফলে পরিবেশ দূষণ অনেক অংশে কমে যাবে। আমাদের জন্য ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কি কিছুই করার নেই? আসুন আমরা আজ থেকে একটু সচেতন হই। যেকোনো দোকান থেকে যখনই কিছু কিনব, তা বহন করার জন্য পলিথিন ব্যাগ ব্যবহার করবো না। আমরা দোকানি ভাইদেরকে অন্তত এইটুকু বলি যে ” দয়া করে আমাকে এই পলিথিনের বদলে একটা কাগজের ব্যাগ দিন।

bags_1370424867

আমাদের সুন্দর পৃথিবী দিনে দিনে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে, ফলে এখন থেকেই যদি আমরা সচেতন না হই ও পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার না করি তাহলে সামনে প্রকৃতি আরও বিরূপ অবস্থানে চলে যাবে।

তথ্য সূত্রঃ ইন্ডিয়া টাইমস।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali