The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

আপনি কি গোপনীয়তা রক্ষা করতে পারেন?

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ আপনি কি অপ্রয়োজনীয় কথা বেশি বলেন অথবা কথা রাখতে পারেননা? এর ফলে আপনি কি নানান ঝামেলায় পড়ছেন? সমস্যা নেই আমরা আপনাকে এর থেকে পরিত্রাণ পেতে কিছু রাস্তা বাতলে দিচ্ছি যা অনুসরণ করলে আপনি হয়ে উঠতে পারেন ভালো বিশ্বাসভাজন একজন মানুষ।


3443942244_652b742d6a_z

অনর্থক কথা বলা একটি বদঅভ্যাস। নিজের অজান্তেই অহেতুক কথার ফুলজুড়ি দেয়া ও অপ্রয়োজনীয় গল্প জুড়ে দিয়ে সময়ের অপব্যবহার করার পাশাপাশি নিজের ব্যক্তিত্ব কমানোর মত কাজ অনেক সময় নিজের অজান্তে নিজের মাঝে থাকা গোপনীয়তা প্রকাশ করে ফেলে। বেশী কথা বলার অপকারিতাও বেশী এবং ভুলও হয় বেশী। বেশী কথা বলা এড়াতে এখানে আপনার জন্য কিছু টিপস দেয়া হল।

সতর্ক থাকুনঃ বিচক্ষণ হওয়ার চেষ্টা করুণ। উদাহরণ হিসেবে, আপনি জানেন আপনার বান্ধবীর সাথে তার বয়ফ্রেন্ড প্রতারণা করছে এক্ষেত্রে আপনার জন্য উচিৎ হবে আপনার বান্ধবীকে বিষয়টি জানানো। এক্ষেত্রে আপনি অবশ্যই হুট করে সরাসরি আপনার বান্ধবীকে সত্যিটা বলে দিবেন না। আগে তার সাথে তার বয় ফ্রেন্ড এর বিষয়ে কথা বলুন, জানার চেষ্টা করুণ তার ধারণা কি? যদি দেখা যায় সে তার বয় ফ্রেন্ডের প্রতারণার বিষয়টি হালকা আঁচ করতে পারছে তাহলে তাকে বলে দিন। অন্যথায় সময় নিন। সরাসরি বলতে যাবেন না সে ক্ষেত্রে আপনার বান্ধবী তাৎক্ষনিক ভাবে আপনাকে ভুল বুঝতে পারে। কারণ সত্য সব সময় কষ্ট দায়ক হয়।

সময়ের প্রতি খেয়াল রাখুনঃ আগে ঠিক করুণ আপনি যে সত্যিটা জানেন তা কত সময় আপনার মাঝে গোপন রাখতে পারবেন অথবা সেতা উপযুক্ত? সেটা যতদিন হকনা কেন তা সঠিক সময়ে প্রকাশ করুণ। আপনার জানার পরিধির মাঝে অনেক রকম সত্য থাকতে পারে, এদের মাঝে গুরুত্তের ভিত্তিতে তা সময় মত প্রকাশ করুণ।

আপনি জানেন তা সবাইকে বলে বেড়ানোর প্রয়োজন নেইঃ এটা স্বাভাবিক সবাই সব কিছু জানেনা। আপনি যা জানেন হয়ত তা অন্য একজন জানেনা। আপনি যা জানেন তা সবাইকে বলে বেড়ানোর দরকার নেই। শো-অফ করা কখনোই ভালো কাজ নয়। আপনার শো-অফ করার কারনে আপনার অজান্তেই আপনি অনেকের চক্ষু শূল হয়ে উঠতে পারেন।

বিষয় বস্তুর পরিবর্তন করুণঃ আপনি যদি আপনার বন্ধু মহলের সাথে আড্ডায় থাকেন এবং সেখানে এমন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তা আপনার জানা গোপন বিষয়ের সাথে যায় সে ক্ষেত্রে আপনি আড্ডার বিষয়বস্তু পরিবর্তন করার চেষ্টা করুণ এবং নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা করুণ।

লিখে রাখুনঃ যখন আপনি কোন গোপনীয়তা নিয়ে বিব্রতকর অবস্থায় থাকেন এবং তা কারসাথে প্রকাশ করতে পারেন না তখন তা নিয়ে নিজে নিজে ভাবুন এবং তা আপনার ডাইরিতে লিখে রাখুন। এ ক্ষেত্রে আপনি যদি মনে করেন কেউ আপনার ডাইরি পড়ে ফেলতে পারে তাহলে একটি আলাদা কাগজে লিখুন এবং তা পড়ে ছিঁড়ে ফেলুন।

সব কিছু শুনার প্রবনতা পরিহার করুণঃ আপনি যদি মনে করেন যে আপনার জানার পরিধি অনেক বেড়ে গেছে এবং আপনার মানুষ সম্পর্কে অথবা যেকোনো বিষয়ে গোপন কথা অনেক জানা হয়েগেছে তাহলে সে বিষয়ে আর বাড়তি জানার আগ্রহ কমান। নিজের মাঝে নিজের জন্য কিছু জায়গা করে রাখুন। চেষ্টা করুণ মানুষের কাছে নিজের বিশ্বস্ততা বজায় রাখতে।

তথ্য সূত্রঃ ইন্ডিয়া টাইমস

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali