দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন এক যন্ত্র আবিষ্কার করা হয়েছে, যে যন্ত্র এবার কুকুরের ভাষাও প্রকাশ করবে! অর্থাৎ কুকুরের ঘেও ঘেও ডাকের অর্থও অনুবাদ করবে আবিষ্কৃত এই যন্ত্রটি!
কুকুরের ঘেও ঘেও ডাকের অর্থ অনুবাদ করে মানুষের ভাষায় বলে দেবে কুকুরের চাওয়া-পাওয়া! অর্থাৎ আনন্দ-বেদনার সব গল্পই জানা যাবে। সম্প্রতি এমনই এক যন্ত্র আবিষ্কারের তথ্য দিয়েছেন নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষক কন স্লোবোডচিকফ।
স্লোবোডচিকফ জানিয়েছেন যে, বিষয়টি নিয়ে ৩০ বছর ধরে গবেষণা করে চলেছেন তিনি। দিনের পর দিন বিভিন্ন মেজাজে কুকুরের ভিন্ন ভিন্ন গলার স্বর নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন এই গবেষক।
গবেষকের দাবি, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এমন এক অনুবাদ যন্ত্র আবিষ্কার করতে চলেছেন যেটি কুকুরের সব পৃথক পৃথক ডাকের তথ্য নিয়ে বের করে ফেলবে কুকুরের কোন ডাকের কি অর্থ দাঁড়াচ্ছে।
গবেষক স্লোবোডচিকফ বর্তমানে বিষয়টি নিয়ে গবেষণায় মত্ত রয়েছেন। এখন শুধুই অপেক্ষার পালা। কবে তিনি এই সুখবরটি দেন। কোনো সন্দেহ নেই, যদি সত্যিই তিনি সফল হন, তাহলে এটি হবে এক যুগান্তকারী আবিষ্কার, যা পশুদের মনের ভাব প্রকাশে বিশেষ ভূমিকা পালন করবে।