The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

কোটি বছরের পুরানো ডাইনোসরের ডিম উদ্ধার!

ভারতের গুজরাটের মাহিসাগরে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো অদ্ভুত সাদা রংয়ের ডিম

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডাইনোসর নিয়ে মানুষের আগ্রহের যেনো শেষ নেই। গবেষকরাও তাই ডাইনোসর নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গবেষণায় মত্ত। এবার কোটি বছরের পুরানো ডাইনোসরের ডিম উদ্ধার করা হয়েছে!

কোটি বছরের পুরানো ডাইনোসরের ডিম উদ্ধার! 1

ডাইনোসর নিয়ে যখন গবেষকদের গবেষণা চলছেই ঠিক সেই সময় ভারতের গুজরাটের মাহিসাগরে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো অদ্ভুত সাদা রংয়ের ডিম। উদ্ধারকৃত ডিম প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেছেন, এই ডিমগুলি রাজাসৌরাস নারমাদেনসিসের। ডাইনোসরেরই এক ধরনের প্রজাতি এটি।

সম্প্রতি মাহিসাগরে এই ডিমগুলো পাওয়া যায়। কৃষকরা মাঠে চাষ করার সময় মাটি খুঁড়তেই এই ডিমগুলো বেরিয়ে আসে। বিশেষজ্ঞরা বলেছেন, ডিমের এই জীবাশ্মগুলো প্রকৃতপক্ষে কয়েক কোটি বছরের পুরানো।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর খবরে বলা হয়েছে, উদ্ধারকৃত ডিমগুলোকে ভারতের জিওলজিক্যাল সার্ভে বিভাগে পাঠানো হয়েছে। সেখানে চূড়ান্তভাবে পরীক্ষা করে দেখা হবে এই ডিমগুলো আসলেও বিশ্বের বিলুপ্ত প্রজাতির অন্তর্গত ডাইনোসরের কিনা।

Loading...