দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাংবাদিকরা দেশ-বিদেশের খবর প্রচার করেন। কিন্তু এবার পাকিস্তানে ঘটেছে একটি ব্যতিক্রমি ঘটনা। নিজের বিয়ে লাইভ সম্প্রচার করলেন এক পাকিস্তানী সাংবাদিক!
যুদ্ধবিধ্বস্ত বধ্যভূমি হতে শুরু করে সমাজের অবক্ষয়ের চোরাবালিতে দাঁড়িয়ে ভ্রুক্ষেপহীন খবর পরিবেশনই একজন জাত সাংবাদিকের পেশাগত দায়িত্ব। সংবাদ পরিবেশনের নেশাই তাকে ছুটিয়ে নিয়ে বেড়ায় অবিরাম। নিজের বিয়েটাই যদি খবরের গ্রাউন্ড-জিরো হয়, তবে কেমন হবে? নববধূ যদি হন সেই খবরের মূল আকর্ষণ তাহলে! এমনই এক অভিনব সংবাদ পরিবেশন করলেন সিটি-৪১ নামে নিউজ টিভির সাংবাদিক হানান বুখারি।
পাকিস্তানের রাজাবাঁধে ধুমধাম করে বিয়ে করেন হানান বুখারি নামে এক পাকিস্তানী সাংবাদিক। এদিন অফিস হতে ছুটি পাননি বুখারি। তাই নিজের বিয়ের পুরো অনুষ্ঠান লাইভ সম্প্রচার করলেন তিনি। চ্যানেল কর্তৃপক্ষ এই ভিডিও ইউটিউবে আপলোড করলে সেটি ভাইরাল হয়ে যায়।
বিয়ের সাজেই বুম নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েন সাংবাদিক হানান বুখারি। বুখারি বলেন, ‘আজ আমার বিয়ে, ভীষণ খুশির দিন আজ। প্রেম করে আমরা বিয়ে করছি। স্ত্রীর কাছেও দিনটি ভীষণ স্পেশ্যাল।’ বুখারি বুম হাতে স্ত্রীকে প্রশ্নও করেন, ‘কেমন লাগছে আপনার?’ উত্তরে তার স্ত্রী বলেন, ‘আমার প্রথম ইচ্ছে পূরণ করার জন্য খুব ভালো লাগছে। সারাজীবন এভাবেই আপনাকে পাশে পেতে চাই।’
জানা গেছে, ওই বিয়ের অনুষ্ঠানে কনের পছন্দের স্পোর্টসকার এবং বাইক নিয়ে আসেন বরপক্ষের লোকজন। তবে ভিডিওটি অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
দেখুন সেই ভিডিওটি