The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ফনা তুলে বই পড়ছে একটি সাপ! [ভিডিও]

এই সাপটি পোষা। তার মালিকও একটি পত্রিকার পাতা ওলটাচ্ছেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফনা তুলে বই পড়ছে একটি সাপ- এমন একটি ভিডিও বর্তমানে ভাইরাল। দেখে মনে হচ্ছে বই পড়ছেন সাপটি! তারপাশে সাপের মালিকও রয়েছে।

ফনা তুলে বই পড়ছে একটি সাপ! [ভিডিও] 1

ছবিটি দেখেই বোঝা যাচ্ছে রীতিমতো ফনা তুলে মালিকের সঙ্গে বই পড়ছে সাপ। শুধু তাই নয়, মনোযোগী পাঠকের মতোই উত্তেজিত হয়ে মাথাও নাড়ছে সে। মাঝে মাঝে ম্যাগাজিনের পাতায় ঢুঁস মেরে আনন্দও প্রকাশ করছে!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমন একটি ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে যে, এই সাপটি পোষা। তার মালিকও একটি পত্রিকার পাতা ওলটাচ্ছেন। এই সাপটিও যেনো মহানন্দে সেই পত্রিকা মালিকের সঙ্গে ভাগাভাগি করে পড়ছে।

জানা গেছে, ‘ভাইরাল নাও’ নামে এক ফেসবুক গ্রুপ এই ভিডিওটি পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। গত এক মাসে ৭১ হাজারেরও বেশি শেয়ার হয়েছে এই ভিডিওটি।

যদিও ভিডিওটি সম্পর্কে কোনও তথ্য ‘ভাইরাল নাও’ দেয়নি। তবে ভিডিওর ভিতরে একটি বিজ্ঞাপন দেখে মনে হচ্ছে এটি মালয়েশিয়ার। তবে যেখানকার হোক বিষয়টি বেশ মজাকর বটে।

দেখুন ভিডিওটি

Loading...