The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

রুশ প্রেসিডেন্ট পুতিনের স্মার্টফোন নেই!

সম্প্রতি এক আলাপচারিতায় বেশ গর্বের সঙ্গেই পুতিন স্মার্টফোন ব্যবহার না করার কথা জানিয়েছেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাকি স্মার্টফোন নেই! বিশ্বজুড়ে স্মার্টফোনের জয়জয়কার থাকলেও তা ব্যবহার করেন না পুতিন!

রুশ প্রেসিডেন্ট পুতিনের স্মার্টফোন নেই! 1

সারা বিশ্বজুড়েই স্মার্টফোনের জয়জয়কার। স্মার্টফোন ছাড়া এখন যেনো দুনিয়া অচল। রিক্সা চালক হতে শুরু করে ঝাড়ুদারের কাছেও আছে স্মার্টফোন। কিন্তু বিশ্বের প্রভাবশালী ক্ষমতাধর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করেন না। অর্থাৎ তাঁর কোনো স্মার্টফোন নেই।

সম্প্রতি এক আলাপচারিতায় বেশ গর্বের সঙ্গেই পুতিন স্মার্টফোন ব্যবহার না করার কথা জানিয়েছেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।

বিষয়টি প্রকাশ পায় এক অনুষ্ঠান। সেখানে রুশ কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড এডুকেশনের এক বৈঠকে জ্বালানি সাশ্রয়ের পদ্ধতি নিয়ে আলোচনা চলছিল।

ওই অনুষ্ঠানে এক কর্মকর্তা একটি মোবাইল ভয়েস মেসেজ ও পানি ফুটানোয় কী পরিমাণ জ্বালানি খরচ হয়, তার তুলনা করছিলেন।

এই সময় রুশ কুর্শেতভ ইনস্টিটিউটের প্রধান মিখাইল কোভালচাক এই আলোচনার সময় রাশিয়ায় প্রায় সবার হাতে স্মার্টফোন থাকার কথা বলছিলেন।

ঠিক সেই সময় তার কথা কেড়ে নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন বলে ওঠেন, “আপনি বলেছেন, সবার হাতেই স্মার্টফোন। কই আমার তো কোনো স্মার্টফোন নেই। আপনারও তো নেই।”

রুশ প্রেসিডেন্ট মোবাইল ফোন ব্যবহার করেন না বলে তার এক মুখপাত্র জানিয়েছেন। যোগাযোগ করার জন্য অন্য মাধ্যমগুলো ব্যবহারেই স্বচ্ছন্দবোধ করেন পুতিন।

Loading...