দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিবাহ বিচ্ছেদের দ্বারপ্রান্তে এসে শাকিবকে ‘চরিত্রহীন’ বললেন অপু বিশ্বাস! ডিভোর্স মেনেও নিয়েছেন অপু। আগামী ২২ ফেব্রুয়ারি শাকিব-অপুর বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢালিউডের বর্তমান সময়ের খ্যাতিমান তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের বৈবাহিক সম্পর্ক আর টিকছে না সেটি প্রায় নিশ্চিত। এমন সময় শাকিব সম্পর্কে বক্তব্য দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন অপু বিশ্বাস।
১৪ ফেব্রুয়ারি এফএম রেডিও চ্যানেল ‘রেডিও আমার’-এ ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠানে হাজির হয়ে কথা বলার সময় বোমা ফাটালেন অপু বিশ্বাস।
শাকিবকে চরিত্রহীন উল্লেখ করেছেন ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। অপু বলেন, ‘শাকিব চরিত্রহীন। ক্যারিয়ারের জন্যই সে ছেলেকে নিয়ে নাটক করছে।’
দর্শকদের উদ্দেশে অপু বলেন, ‘আজকে ভ্যালেন্টাইন ডে’তে আপনাদেরকে আমি বলে দিই, শাকিব খান তার ক্যারিয়ারের জন্য বাচ্চার সঙ্গেও নাটক করেছে। আপনারা প্লিজ, তার ক্যারিয়ার দেখে রাখুন। বাচ্চাকে আমি দেখে রাখবো।’
অপু আরও বলেন, “শাকিব তো একটাই গোঁ-ধরে বসে আছে কেনো সন্তানকে পৃথিবীতে আনলাম। এখন আমার সন্তান বড় হয়ে যদি কোনো বাজে মেয়ের সঙ্গে মিশে, তাহলে শাকিব তো বাবা। সে যদি ছেলেকে বলে, ‘এটা করো না।’ তখন ছেলে যদি পাল্টা বলে, ‘তুমি তো আমাকে পৃথিবীতে আনতেই চাওনি। আমার জন্মের জন্য আমার মাকে ডিভোর্স দিয়েছো, তুমি বিভিন্ন মেয়েদের সঙ্গে ঘোরাফেরা করেছো। তখন শাকিবকে তো অপমানিত হতে হবে।”
এভাবেই ভালোবাসা দিবসের দিন অপু বিশ্বাস তার মনোভাব ব্যক্ত করেন।