বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তির স্বপ্ন শুধুই নিজের পায়ে হাঁটা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০১৬ সালে বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তি হিসেবে গিনেস বুক অব রেকর্ডসে নাম লিখিয়েছিলেন উত্তর মেক্সিকোর এই বাসিন্দা। এখন তার একমাত্র স্বপ্ন নিজের পায়ে হাঁটা!

এনডিটিভির খবরে বলা হয়েছে, হুয়ান পেদ্রো ফ্রাঙ্কোর বয়স ৩৩ বছর। উত্তর মেক্সিকোর এই বাসিন্দা বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তি হিসেবে ২০১৬ সালে গিনেস বুক অব রেকর্ডসে নাম লেখান। তবে এই বিষয়টি তার কাছে মোটেও সুখকর নয়। ওজন কমানোর জন্য লড়াই করে যাচ্ছেন ফ্রাঙ্কো। এখন শুধু একটাই স্বপ্ন দেখেন সেটি হলো নিজ পায়ে হাঁটা।

হুয়ান পেদ্রো ফ্রাঙ্কো ওজন কমাতে মায়ের সঙ্গে চলে আসেন গোয়াদালাহারার আগুয়াকালিয়ানতেস শহরে। বেরিয়াট্রিক সার্জন জোস আন্তনিও কাসতেনেডার ক্লিনিকে হুয়ানের চিকিৎসাও শুরু হয়। হাইপোথাইরয়েডের রোগী হুয়ানকে ৬ মাস ডায়েটে রাখা হয় তাকে। সেইসঙ্গে চলে শরীরচর্চা।

২০১৭ সালের মে মাসে প্রথম অস্ত্রোপচার করা হয় হুয়ানের। তাতে প্রায় ৮০ শতাংশ ওজন কমে যায়। ৬ মাস পর আবার একটি অস্ত্রোপচার করা হয়। যার মাধ্যমে তার পাকস্থলীর আকার ছোট করে দেন চিকিৎসকরা। এতে হুয়ানের ওজন ৫৯৫ কিলোগ্রাম হতে কমে ৩৪৫ কিলোগ্রাম দাঁড়ায়!

তারপরও এখনও হুয়ানের চব্বিশটা ঘণ্টা কাটে বিছানায়। কিন্তু বিছানায় শুয়েও কিছু না কিছু করার চেষ্টা করেন হুয়ান পেদ্রো ফ্রাঙ্কো। এখন বেশির ভাগ সময়ই তিনি শরীরচর্চা করেন।

হুয়ান পেদ্রো ফ্রাঙ্কো বর্তমানে ওয়াকারে পা ফেলতে সক্ষম। তবে এখনও তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আবার নিজের পায়ে হেঁটে চলার স্বপ্ন পূরণ হয়নি। তার জন্য সব ধরণের কষ্ট সহ্য করতে রাজি আছেন হুয়ান পেদ্রো ফ্রাঙ্কো।

তবে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে হুয়ানের আরও কিছুটা ওজন কমবে বলে আশা করছেন তার চিকিৎসক কাসতেনেডার।

চিকিৎসক বলেছেন, ‘আমি খুশি যে সবকিছু পরিকল্পনা মতোই এগোচ্ছে। প্রতিদিন আরও বেশি বেশি করে চেষ্টা করছেন হুয়ান, নিজের জীবনটাকে সঠিক জায়গায় ফেরাতে সে বদ্ধ পরিকর। যে কারণে ফল একদিন আসবেই।’

This post was last modified on ফেব্রুয়ারী ২৬, ২০১৮ 12:29 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

গাজা এবং লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৪৫

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…

% দিন আগে

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে