দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সু চি’র বিচারের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে অস্ট্রেলিয়াতে। দেশটির কয়েকজন আইনজীবি মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়নের জন্য অং সান সু চিকে দায়ী করে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রাখাইনে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়নের জন্য অং সান সু চিকে দায়ী করে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলা দায়েরের জন্য আবেদন করেছেন অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন আইনজীবী। এমন খবর দিযেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৬ মার্চ মেলবোর্নের একটি বিচারিক আদালতে আইনজীবীরা এই আবেদন করেছেন।
মিয়ানমার নেত্রী সু চি’র বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়েরের জন্য যারা আবেদন করেছেন, তারা হলেন- মেলবোর্নের ব্যারিস্টার রন মের্কেল কিউসি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ম্যারিয়ন আইসোবেল, রায়েলিন শার্প, সিডনির মানবাধিকার আইনজীবী অ্যালিসন ব্যাটিসন এবং ড্যানিয়েল টেইলর।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেলবোর্নের আদালত আবেদনটি মূল্যায়ন করছেন। আগামী সপ্তাহে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে আদালত। অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পোর্টারের কাছে বিচারের প্রক্রিয়া শুরু করার অনুমতি চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়। আইনজীবীদের আবেদনের ভিত্তিতেই সু চি’র বিরুদ্ধে মামলাটি শুরু করতে হলে অ্যাটর্নি জেনারেলের অনুমোদন দরকার।