দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের আগে মঙ্গলে যাবে রাশিয়া। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার এক বছর পূর্বেই লাল গ্রহে গিয়ে পৌঁছাবে রুশরা।
রাশিয়া ঘোষণা করেছে, ২০১৯ সালে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য একটি মিশন চালু করবে। এতে সফল হলে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার এক বছর পূর্বেই লাল গ্রহে গিয়ে পৌঁছাবে রুশরা।
নিউজ উইক জানিয়েছে, পুতিনের উপর তৈরি একটি ডকুমেন্টারিতে রুশ প্রেসিডেন্ট তার দেশের মহাকাশ অভিযানের পরিকল্পনার কথা জানিয়েছেন। ডকুমেন্টারিটি ইন্টারনেটে সামাজিক মাধ্যমগুলোতে অনেক মানুষ শেয়ারও করেন।
পুতিন বলেছেন, ‘আমরা চাঁদ ও মঙ্গল গ্রহে অনুসন্ধান চালানোর জন্য মহাশূন্যের গভীরে প্রথমে মনুষ্যবিহীন এবং পরে মানুষসহ নভোযান পাঠানোর পরিকল্পনা করছি। প্রথম অভিযানটি খুব শীঘ্রই শুরু হবে। আমরা ২০১৯ সালে মঙ্গল গ্রহে অভিযান শুরুর পরিকল্পনা করছি।’
নাসা ২০২০ সালে মঙ্গল গ্রহে জীবন ধারণের সম্ভাবনা খতিয়ে দেখা শুরু করার ঘোষণা দেওয়ার ঠিক পরপরই এই ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
নির্বাচনের পূর্ব মুহূর্তে প্রচারিত তথ্যচিত্রটিতে পুতিন চাঁদে যাওয়ার জন্যও নতুন করে প্রকল্প চালু করার কথা জানিয়েছেন। তবে সোভিয়েত আমলে চাঁদে যাওয়ার যেসব মিশন চালু করা হয়, সেসব থেকে নতুন মিশনটি ভিন্ন হবে বলে তিনি জানিয়েছেন।
পুতিন আরও বলেন, ‘আমাদের বিশেষজ্ঞরা চাঁদের মেরু অঞ্চলে নভোযান অবতরণ করানোর চেষ্টা চালাবেন। সেখানে অনেক অগ্রগতির সুযোগ রয়েছে। অন্য গ্রহ এবং দূরের মহাকাশ পর্যবেক্ষণ শুরু করা যাবে সেখান থেকেই।’
তবে ২০১৯ সালের ঠিক কোন সময় মঙ্গল গ্রহে অভিযান শুরু করা যাবে, তা অবশ্য নির্দিষ্ট করে পুতিন বলেননি।
উল্লেখ্য, নাসার মিশনটি শুরু হওয়ার কথা ২০২০ সালের জুলাই হতে আগস্ট মাসের মধ্যে। ওই সময়টিতে পৃথিবী ও মঙ্গল গ্রহ নভোযান অবতরণের জন্য সবচেয়ে সুবিধাজনক অবস্থায় থাকে।
This post was last modified on মার্চ ২১, ২০১৮ 10:01 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…