দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো নতুন পাওয়ার ব্যাংক। নতুন এই পাওয়ার ব্যাংকটির মডেল হলো পি১০০৫০ মিলি এম্পিয়ার সমৃদ্ধ।
গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো নতুন পাওয়ার ব্যাংক। নতুন এই পাওয়ার ব্যাংকটির মডেল হলো পি১০০৫০ মিলি এম্পিয়ার সমৃদ্ধ।
অত্যন্ত দ্রুত গতিতে চার্জ দিতে সক্ষম এই পাওয়ার ব্যাংকটিতে দুইটি ইউএসবি আউটপুট রয়েছে। যে কারণে একই সঙ্গে এতে দুইটি ডিভাইস চার্জ দেওয়া যাবে। প্রতিটি আউটপুট ২.৪ এম্পয়িার সম্পন্ন।
মাত্র ২২০ গ্রাম ওজনের এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ডিসি৫ভি/২.০ এ ইনপুট সুবিধাও। এছাড়াও পাওয়ার ব্যাংকটিতে আরও রয়েছে শক্তিশালী এলইডি ফ্ল্যাশ লাইট। ১৪৯৯ টাকা মূল্যের পাওয়ার ব্যাংকটি পাওয়া যাবে কালো ও নীল রঙে। প্রত্যেকটি পাওয়ার ব্যাংক এর সঙ্গে ৩৫০ টাকা দামের একটি ১০০ সে: মি: মাইক্রো ইউএসবি ক্যাবল পাওয়া যাচ্ছে বিনামূল্যে।