দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একই সাথে হলিউড এবং হং কং ভিত্তিক অভিনেতা জ্যাকি চ্যান – এক কথায় যাকে বলা যায় মার্শাল আর্টের জীবন্ত কিংবদন্তি। রাশ আওয়ার খ্যাত অভিনেতা জ্যাকি চ্যান এই মাসে রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘চায়না ফিল্ম ফেস্টিভ্যাল’ এ অংশ নিতে ভারতে আসবেন। তিনি ২০ সদস্যের প্রতিনিধি দলের সদস্য হিসাবে এই ফেস্টিভ্যালে অংশ নিবেন।
ভারতের রাজধানী নয়াদিল্লীতে এই জুন মাসের ১৮ হতে ২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতে হতে যাওয়া ছয় দিনের ফিল্ম ফেস্টিভ্যালের ওপেনিং ফিল্ম হচ্ছে জ্যাকি চ্যানের সর্বশেষ অভিনীত এবং পরিচালিত মুভি ‘চাইনিজ জোডিয়াক‘। এটি জ্যাকি চ্যান অভিনীত ১০০তম মুভি। ফিল্ম ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হচ্ছে ইন্দো চায়না ইকোনমিক এবং কালচারাল কাউন্সিল (ICEC), প্রেস, প্রকাশনা, রেডিও এবং টেলিভিশনের এর প্রশাসন এবং চীনের যৌথ তত্ত্ববধানে। জ্যাকি চান প্রতিনিধি দলের শীর্ষস্থানীয় সদস্য হিসাবে উপস্থিত থাকতে ভারত সফর করবেন। ফিল্ম ফেস্টিভ্যালে বিকল্পধারা, অ্যাকশন, সমসাময়িক সহ বিভিন্ন ধারার মুভি প্রদর্শিত হবে।
জ্যাকি চ্যান এর পূর্বে ২০০৮ সালে কমল হাসানের অভিনীত সিনেমা ‘দাসাভাথারাম‘ এর সংগীত মহরতের অনুষ্ঠানে অংশ নিতে ভারত এসেছিলেন।
উল্লেখ্য, জ্যাকি চ্যান বহুল পরিচিত চোখ ধাঁধানো মার্শাল আর্ট সমৃদ্ধ কমেডি ধাঁচের একজন অ্যাকশন হিরো হিসাবে। তিনি একই সাথে অ্যাকশন কোরিওগ্রাফার, চলচ্চিত্র প্রণেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্য লেখক, উদ্যোক্তা, কণ্ঠশিল্পী ও স্টান্ট পারফর্মার। তার অভিনয়ের হাত খড়ি হয়েছিল বিখ্যাত মার্শাল আর্ট হিরো ব্রুস লি অভিনীত ‘ফিস্ট অব ফিউরি‘ (১৯৭২) মুভিতে। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্নেক ইন দ্য ঈগলস শ্যাডো‘ মুভিতে অভিনয়ের সুবাদে তারকাখ্যাতি পান। পরবর্তী সময়ে হলিউডেও অ্যাকশন মুভিতে অভিনয় শুরু করেন এবং তুমুল জনপ্রিয় অ্যাকশন তারকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর অভিনয় প্রতিভা তাঁকে হং কং অ্যাভিনিউ অফ স্টার ও হলিউড ওয়াক অফ ফেম-এ স্থান করে দিয়েছে। ‘সাংহাই নাইটস‘, ‘সাংহাই নুন‘, ‘রাশ আওয়ার’, ‘দ্য ক্যারাটে কিড‘ সহ আরো প্রচুর ব্লকবাস্টার মুভির হিরো হিসেবে জ্যাকি চান সারাবিশ্বে মুভিপ্রেমী দর্শকদের নিকট তুমুল জনপ্রিয়।
তথ্যসূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া
This post was last modified on জুন ১২, ২০১৩ 10:43 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য সচেতন জীবনের অন্যতম শর্ত হলো সঠিক খাবার বেছে নেওয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার জীবনের অভিজ্ঞতার…