দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের বিরুদ্ধে অদূর ভবিষ্যতে যুদ্ধে জড়ানোর হুমকিকে বিভ্রান্তিকর শিশুসুলভ হিসেবে আখ্যায়িত করে ইরান বলেছে, যুদ্ধ আসলে কী তা বোঝেন না সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান!
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, যুবরাজ হয়তো ইতিহাসই পড়ে দেখেননি বা যুদ্ধ কী তা বোঝেন না। ১০/১৫ বছরের মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধ লাগতে পারে বলে সৌদি যুবরাজের মন্তব্যের পর এই সমালোচনা করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি সৌদি যুবরাজকে ‘মৃত্যু নিয়ে বাজি ধরতে’ নিষেধ করেছেন। ইরানি জাতির সংকল্পকে চ্যালেঞ্জ করায় ইরাকি নেতা সাদ্দাম হোসেনের পরিণতি মনে করিয়ে দিয়ে ‘ভ্রমের মধ্যে থাকা নবিশ’ যুবরাজকে বোঝানোর জন্য প্রবীণ সৌদি কর্মকর্তাদের প্রতিও আহ্বান জানানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর দিয়েছে।
বাহরাম কাসেমিকে উদ্ধৃত করে ইরানি সংবাদমাধ্যম আরও বলছে, ‘এই ভ্রমাত্মক নবিশ যে কিনা এখনও তার পদের বয়সীই হয়ে ওঠেনি। সে হয়তো জানেই না যুদ্ধ কী বা কখনও ইতিহাস পড়েনি অথবা দুর্ভাগ্যবশত প্রবীণ ব্যক্তিদের সঙ্গে কথাও বলেননি।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ত্রয়োদশ শতাব্দীর একটি কবিতাকে উদ্ধৃত করেন যাকে বাংলা প্রবাদের সঙ্গে মিলিয়ে এভাবে পড়া যায়, ‘হাতি-ঘোড়া গেলো তল, পিপড়া বলে কতো জল!’ এরপর তিনি ইরানি ভাষাবিদদের কবিতাটি সৌদি রাজপরিবারের জন্য আরবিতে অনুবাদ করে দিতে বলেছেন! যাতে যুবরাজ তা সঠিকভাবে বুঝতে পারেন এবং অনুধাবন করতে পারেন।
This post was last modified on এপ্রিল ১, ২০১৮ 10:29 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…