কিভাবে চোখের পাতা লাফানো বন্ধ করবেন? জেনে নিন তার সমাধান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাভাবিক অবস্থায় হঠাৎ করে আপনার চোখের পাতা লাফানো শুরু করলো।এটা একটা খুবই বিরক্তিকর ব্যাপার। নিজের কাছে তখন খুব অসস্তি লাগে। কিন্তু কেন চোখের পাতা লাফায় জানেন কী? চোখের পাতা লাফানোর বেশ কিছু কারণ রয়েছে।

মানসিক চাপ :

বিভিন্ন কারণে আমরা অনেক সময় কঠিন মানসিক চাপের মধ্যে থাকি। আর এই মানসিক চাপ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গের উপর প্রভাব ফেলে। চোখ লাফানো তার মধ্যে একটি।

দৃষ্টিগত সমস্যা :

চোখের বিভিন্ন সমস্যার কারনে চোখ লাফাতে পারে। শারীরিক দুর্বলতা তার মধ্যে অন্যতম। অনেক সময় টিভি, কম্পিউটার বা মোবাইলের স্কিনে একভাবে তাকিয়ে থাকলে স্কিনের আলো চোখের উপর ব্যাপক প্রভাব ফেলে। এ কারনে চোখ লাফাতে পারে।

Related Post

অধিক মাত্রায় ক্যাফিন ও অ্যালকোহল সেবন :

চক্ষু বিশেষজ্ঞরা মনে করেন অতিরিক্ত মাত্রায় ক্যাফিন ও অ্যালকোহল পান করার কারনে চোখের উপর তার প্রভাব পরে । তাই চোখের পাতা লাফাতে পারে।

চোখে পানি শুন্যতা :

চক্ষু বিশেষজ্ঞরা মনে করেন, চোখের পানি শুন্যতার কারণে চোখ ঠিক মত কাজ করতে পারে না। তাই চোখ লাফাতে পারে।

চোখের এলার্জি :

মানুষের শরীরে বিভিন্ন রকম এলার্জি রয়েছে। চোখের এলার্জি সমস্যার কারনেও চোখ লাফাতে পারে।

শারীরিক দুর্বলতা :

শারীরিক দুর্বলতার কারনে চোখে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। চোখের পাতা লাফানো তার মধ্যে একটি। এছাড়া পর্যাপ্ত পুষ্টির অভাবেও চোখের পাতা লাফাতে পারে।

ঘুম কম হওয়া :

আমরা ব্যস্ততা বা বিভিন্ন কারনে অনেক রাত জেগে থাকি। তাই পর্যাপ্ত ঘুম হয় না।প্রকৃতপক্ষে চোখের একটি নির্দিষ্ট পরিমাণ বিশ্রামের প্রয়োজন রয়েছে। সুতরাং ঘুম কম হওয়ার কারণেও চোখ লাফাতে পারে।

এই সমস্যা থেকে উত্তোরণের উপায় :

চক্ষু বিশেষজ্ঞরা মনে করেন,

১। নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সম্মত খাবার খাওয়া ও পানি পান করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

২। পর্যাপ্ত ঘুমানো এই সমস্যা থেকে সমাধান দিতে পারে।

৩।অ্যাকোহল জাতীয় পানীয় কম পরিমাণ পান করতে হবে।

৪। টিভি, কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের স্কিনে কম তাকানোর চেষ্টা করতে হবে। প্রয়োজনে এগুলো ব্যবহার করার সময় প্রতি ১০ মিনিট পরপর ১০-১৫ সেকেন্ড চোখ বন্ধ করে রাখুন। এবং চোখ খুলে কিছুক্ষন দূরে তাকিয়ে থাকুন। তবে সবুজ প্রকৃতি বা গাছের দিকে তাকিয়ে থাকলে ভাল কাজ করে।

৫। মানসিক চাপকে নিজের কাছে সহজভাবে নিতে হবে।

৬। ধুলাবালি থেকে চোখকে রক্ষা করতে প্রয়োজনে চশমা ব্যবহারের অভ্যাস করতে হবে। তবুও চোখ লাফানো ভাল না হলে কোন চক্ষু চিকিৎসককে দেখাতে পারেন।

This post was last modified on জুন ৮, ২০২৩ 5:07 অপরাহ্ন

রায়হান মালিথা

Recent Posts

ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের পাশাপাশি জীবন যাত্রায় কিছু বদল আনতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে খাওয়া-দাওয়ায় রাশ টানতে হবে। তবে…

% দিন আগে

প্রবৃদ্ধিশীল ফ্রিল্যান্সিং খাতে গুরুত্বারোপ: কুমিল্লায় ফ্রিল্যান্সার মিটআপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফ্রিল্যান্সিং খাতের প্রবৃদ্ধির ওপর আলোকপাত করে সম্প্রতি ফ্রিল্যান্সার নিয়ে এক…

% দিন আগে

সবাইকে সাথে নিয়ে দেশের ঝান্ডা-বেসিসের পতাকা পুরো বিশ্বে বয়ে বেড়াতে চাই- এম আসিফ রহমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন প্রজন্মের কাছে ভিষণ জনপ্রিয় মুখ এম আসিফ রহমান। ওয়ার্ডপ্রেস…

% দিন আগে

ইত্যাদির গানে দুনিয়া মাত করলেন অভিনেত্রী ফারিণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের রোজার ঈদে ইত্যাদির বিশেষ পর্বে গায়িকা হিসেবে অভিষেক ঘটে…

% দিন আগে

ফিলিস্তিনের অবৈধ দখল ছাড়তে হবে: আয়াতুল্লাহ আলী খামেনি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যে, ইসরাইলকে ফিলিস্তিনের…

% দিন আগে

ছবিতে রয়েছে একটি ব্রাশ: খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মূলত এই ছবিটি একটি হাতে আঁকা কার্টুন। তবে গল্পটি বহুপুরনো…

% দিন আগে