দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার দৃষ্টিপ্রতিবন্ধীদের পথ দেখাতে সক্ষম কৃত্রিম আই আবিষকৃত হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধীদের চোখে সীমিত পরিসরে আলো ফোটাতে ‘বায়োনিক আই’ নামের কৃত্রিম এ চোখ তৈরি করছে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
গবেষকদের দাবি, কৃত্রিম চোখটি বসানোর পাশাপাশি বিশেষ প্রযুক্তির চশমা পরলেই দৃষ্টিপ্রতিবন্ধীরা আলো ও বিভিন্ন আকারের বস্তু দেখতে পাবেন।
জানা গেছে, কৃত্রিম চোখটি ব্যবহারের জন্য মাথায় বসানো হবে বিশেষ ধরনের ওয়্যারলেস প্রযুক্তির কম্পিউটার প্রসেসর। ফলে চশমায় থাকা ক্যামেরার সাহায্যে ধারণ করা সব ছবি ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করে পৌঁছে যাবে ব্রেইনে। আর সেখান থেকেই আলো ও বিভিন্ন বস্তুর তথ্য জানতে পারবেন দৃষ্টিপ্রতিবন্ধীরা। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের মধ্যেই কৃত্রিম চোখটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে বলে জানানো হয়েছে।
সূত্র: ইন্টারনেট