দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় নিহত রাজীবের ভাইদের দায়িত্ব নেওয়ার বিষয়ে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী। এবার অভিনয় জগতের বর্তমান সময়ের জনপ্রিয় ব্যক্তিত্ব অনন্ত জলিল রাজীবের ছোট ভাইদের দায়িত্ব নিতে চান বলে জানিয়েছেন।
৩ এপ্রিল দুই বাসের রেষারেষির মধ্যে পড়ে রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেনের হাত কাটা পড়ে। ১৩ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ১৬ এপ্রিল রাতে রাজীব দুনিয়া থেকে বিদায় নেন।
রাজীবের ছোট দুই ভাইয়ের দায়িত্ব নেওয়ার কথা ইতিমধ্যেই জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী। এবার রাজীবের দুই ভাইয়ের দায়িত্ব নিতে চাইলেন অভিনেতা অনন্ত জলিল। রাজীবের মৃত্যুতে গভীরভাবে মর্মাহত হয়েছেন অনন্ত জলিল।
অনন্ত জলিলের জন্মদিন ছিলো। তাই জন্মদিনের দিনে অনন্ত জলিল রাজীবের ছোট দুই ভাইয়ের পড়ালেখার দায়িত্ব নেওয়ার কথা জানান এক ফেসবুক বার্তায়। বর্তমানে নায়ক জলিল তাঁর পরিবারবর্গ নিয়ে মক্কায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি ফেসবুকে এই আগ্রহের কথা জানিয়েছেন বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।