দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খবরটি মানব সভ্যতার জন্য সুখবর নয়। ব্যাকটেরিয়ার মধ্যে এন্টিবায়োটিক ওষুধ প্রতিরোধের ক্ষমতা বাড়ছে। এর ফলে আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমে আসছে। এ অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
ওই খবরে আরও বলা হয়- বিশেষজ্ঞরা বলছেন, কথায় কথায় এন্টিবায়োটিক ওষুধ সেবনের ফলে এই সমস্যা তৈরি হচ্ছে। এর ফলে এমন ধরনের ব্যাকটিরিয়ার জন্ম হচ্ছে যা কোন এন্টিবায়োটিক দিয়েই ঠেকানো যাচ্ছে না। এখন পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে যে আর কিছুকাল পরে হয়তো সাধারণ সংক্রমণের চিকিৎসায় এন্টিবায়োটিকের কার্যকারিতা আর থাকবে না। এমনই আশংকা করছেন বিজ্ঞানীরা।
এই সমস্যা নিয়ে লন্ডনে শুরু হয়েছে ধনী দেশগুলোর জোট জি এইট-এর বিজ্ঞানবিষয়ক মন্ত্রীদের এক সম্মেলন। তারা বলছেন, এ অবস্থা থেকে রেহাই পেতে হলে নতুন এন্টিবায়োটিক যেমন তৈরি করতে হবে, তেমনি এগুলো ব্যবহারের ক্ষেত্রেও দায়িত্বশীল হতে হবে। বিভিন্ন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এন্টিবায়োটিকের অকার্যকরিতার মাত্রা এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছাচ্ছে যে ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মন্তব্য করেছেন, ভবিষ্যতে হয়তো সংক্রমণের বিরুদ্ধে আমাদের চিকিৎসাই হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এন্টিবায়োটিক ওষুধগুলো দিন দিন অকার্যকর হয়ে পড়ছে একটা কারণ সব ব্যাকটেরিয়ায় এন্টিবায়েটিকে মরে না। অনেকগুলোই বেঁচে যায় এবং অনেক ক্ষেত্রে অবিশ্বাস্য গতিতে বাড়তে থাকে। আরেকটি প্রধান কারণ, এন্টিবায়েটিকের যথেচ্ছ ব্যবহার। বেশি বেশি ব্যবহারে ব্যাকটেরিয়া এক ধরণের রেজিস্ট্যান্স বা প্রতিরোধ তৈরি করে ফেলে।
বিশেষজ্ঞরা ভয় পাচ্ছেন এই ভেবে যে, এন্টিবায়োটিকের এই যথেচ্ছ ব্যবহার বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। ছোটখাটো সংক্রমণ ঠেকাতেও এন্টিবায়োটিক দেয়া হচ্ছে, যেটা কোনওভাবেই উচিত নয়। আবার অনেক ক্ষেত্রে ওষুধের পুরো ডোজ না খাওয়ায় ব্যাকটেরিয়া প্রতিরোধ গড়ে তুলছে। পরিস্থিতি দিন দিন এতটাই খারাপ হচ্ছে যে, অনেক বিশেষজ্ঞের আশঙ্কা অনেক রোগ যেটা একসময় সহজে এন্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যেত, তা হয়তো আর করা যাবে না। যেমন, যৌন রোগ গণোরিয়ার চিকিৎসায় অনেক এন্টিবায়োটিক আগের মতো কাজ করছে না বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। যক্ষ্মা চিকিৎসায় সমস্যা দেখা দিয়েছে। নতুন ধরণের এন্টিবায়োটিক প্রতিরোধক যক্ষ্মার ব্যাকটেরিয়ার সন্ধান মিলছে। লন্ডনে জি এইটের সম্মেলনে, এই হুমকি মোকাবেলায় নতুন নতুন এন্টিবায়োটিকসের উদ্ভাবন এবং তার যথাযথ ব্যবহার নিয়ে কথা হবে। এ খবর দিয়েছে বিবিসি।