দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জঙ্গিগোষ্ঠী দায়েসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৯ রুশ নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইরাকের একটি আদালত। জঙ্গিগোষ্ঠী আইএসসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোতে যোগদানের অপরাধে ইরাক আরও কয়েকজন নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
জঙ্গিগোষ্ঠী দায়েসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনে ১৯ রুশ নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইরাকের একটি আদালত। অপরদিকে জঙ্গিগোষ্ঠী আইএসসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোতে যোগদানের অপরাধে ইরাক আরও বেশ কয়েকজন নারীকেও যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
রবিবার বাগদাদের কেন্দ্রীয় ফৌজদারি আদালত এই রায় দিয়েছে। ওই সময় ৬ আলজেরিয় ও ৪ তাজিকিস্তানের নারীকেও যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এদিকে আদালতের আদেশের বিরুদ্ধে তারা আপিল করতে পারবেন।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, বিচার শুরু হওয়ার পরই ওইসব নারীরা আদালত প্রাঙ্গনে হাজির হন। ওইসময় বেশিরভাগ নারীর সঙ্গেই তাদের সন্তান ছিল বলে জানা যায়।
উল্লেখ্য, দায়েস গোষ্ঠী ২০১৪ সালে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলসহ এক তৃতীয়াংশ দখল করে নেয়। তবে গত বছরের ডিসেম্বর মাসে বাগদাদের সেনাবাহিনী জানায় যে, তাদেরকে ওই স্থান হতে হটিয়ে দেওয়া হয়েছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই অভিযানের পরই সেনাবাহিনী দায়েস গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন এমন ৫৬০ নারীকে বন্দি করে। ওই সময় তাদের সঙ্গে থাকা ৬০০ শিশুকেও বন্দি করা হয়। তবে বিচারচলাকালে নারীরা জানিয়েছেন যে, তাদেরকে জোরপূর্বক ইরাকে আনা হয়েছে।