দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় গান গেয়ে অর্থ উঠিয়ে তা বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন। সেই অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের সেই গিটারটি নিলামে উঠছে।
জর্জ হ্যারিসনের কথা বাংলাদেশের মানুষের ভোলার কথা নয়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় গান গেয়ে অর্থ উঠিয়ে তা বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন। সেই জর্জ হ্যারিসনের ব্যবহৃত গিটারটি এবার নিলামে উঠানো হচ্ছে। এটি ছিল হ্যারিসনের প্রথম ব্যবহৃত গিটার, যেটি ইলেকট্রিক সামগ্রী দিয়ে তৈরি।
জানা যায়, এই গিটারটি ১৯৬৫ সালে একটি ব্যান্ড প্রতিষ্ঠানকে দান করে দিয়েছিলেন হ্যারিসন। ওই সময় তার ব্যান্ড দল বিটলস ইংল্যান্ডের লিভারপুলে দাপটের সঙ্গে সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মন কাড়তে সমর্থ হয়।
নিলামকারী প্রতিষ্ঠান আশা করছে জর্জ হ্যারিসনের গিটারটি ২ লাখ ডলার হতে ৩ লাখে বিক্রি হবে। আগামী ১৮ মে নিউইয়র্কের হার্ড রক ক্যাফেতে এই নিলামটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসনের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি সেদেশে কনসার্টের আয়োজন করে তহবিল সংগ্রহ করেছিলেন। যে কারণে বাংলাদেশ সরকার জর্জ হ্যারিসনকে নাগরিকত্ব দেয়।