দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংস্কার কর্মসূচির ধারা অব্যাহত রাখতে চাইছেন সৌদি রাজকুমারী নৌরাও! তিনি এবার সৌদি নারীদের পোশাক বিপ্লব ঘটাতে চাচ্ছেন!
রক্ষণশীল দেশ সৌদি আরবে সম্প্রতি নানা সংস্কারমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যার অংশহিসেবে ছিলো নারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ, নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া, নারীদের জন্য প্রথমবারের মতো আয়োজন করা হয় ফ্যাশন উইকের, সিনেমা হলে নারীদের যাওয়ার অনুমতি ও সর্বশেষ পুরুষদের সঙ্গে ঘুরে বেড়ানোর অনুমতিও দিয়েছে দেশটি। এভাবে নারীদের সর্বক্ষেত্রে স্বাধীনতা দিচ্ছে সৌদি আরব।
সৌদিতে নারীদের পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় উৎসাহ দেওয়ার বিষয়টি এর আগে কখনই সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। তবে এবার নৌরা আরব ফ্যাশন কাউন্সিলের প্রেসিডেন্ট পদে আসার পর ছবিটা বদলাতে শুরু করেছে। জাপানের এক বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর পাশ করেছেন রাজকুমারী নৌরা। সেখানে থাকার সময় হতেই ফ্যাশন দুনিয়ার প্রতি আকৃষ্ট হন তিনি।
সৌদির রক্ষণশীল সমাজে নারীদের পোশাক বিধি নিয়ন্ত্রণ করে থাকে শুধুমাত্র দেশটির পুলিশ এবং বিচারবিভাগ। নারীরা সেখানে সাধারণত ‘অবয়া’ (পা অবধি ঢাকা গাউনজাতীয় পোশাক) পরে থাকতে পারেন। সঙ্গে মাথা ও মুখ ঢাকা দেয়াটাই তাদের রীতি। তবে এই বদলকে রক্ষণশীলতার বিরোধিতা হিসেবে মানতে নারাজ রাজকুমারী নৌরা। এক সাক্ষাৎকারে নৌরা বলেছেন যে, ‘একজন সৌদি নাগরিক হিসেবে আমি আমার সংস্কৃতি ও ধর্মকে অবশ্যই সম্মান করি।’