যান্ত্রিক এই ঢাকা শহরের বুকে যেন একটুকরো গ্রামবাংলার ছোঁয়া!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ধানমন্ডিতে অবস্থিত “আঞ্চলিক খানা” নামের বাঙালি রেস্তোরাঁতে গিয়েছিলাম গত পরশুদিন। এই রেস্তোরাঁর খাবার পরিবেশনার দক্ষতা দেখে কিছুটা অবাকই হলাম বৈকি। এক কথায় প্রশ্নাতীত। আর তার সাথে আছে খাবারের অতুলনীয় স্বাদ! এখানকার খাবারের দাম আমার কাছে সাধ্যের বাইরে বা অযাচিত বলে মনে হয়নি। বাঁশের পেটে বিরিয়ানি, আহা। প্রকৃত বাসমতী চাল দিয়ে রান্না করা। সাথে থাকছে একটি ডিম, জালি কাবাব ও আলু বোখরার চাটনি। দাম ২৫০ টাকা। তারা জানায়, দাম একটু বেশী কিন্তু খাবার এর মান, পরিমান ও অন্যান্য খরচ এর কারনে এর চেয়ে কম রাখা কোনওভাবেই সম্ভব হয়ে উঠেনি। দুই জন খাওয়ার জন্য পরিমানে যথেষ্ট মনে হয়েছে আমার কাছে। ভর্তা ভালোবাসেন যারা – আলু, পটল, কলা, বেগুন, টমেটো, ডাল, পেয়াজ- মরিচ, ডিম, সরিষা, কালোজিরা ভর্তা। ১৫০ টাকা মাত্র। যা ৩জন মিলে পেত ভরে খেতে পারবেন।

মাটির থালা, টিনের গ্লাস, চাটাইয়ের দেওয়াল, হারিকেনের আদলে বাতি, চাপকল আর বালতি, খুব বেশি যান্ত্রিক এই ঢাকা শহরের বুকে যেন একটুকরো গ্রামবাংলার ছোঁয়া।

কিছু খাবারের নাম সহ ছবি দেওয়া হলো-


বাটা মরিচ দিয়ে কলা পাতায় ছোট মাছের মরিচ খোলা। তাও আবার কয়লায় পোড়ানো। অসাধারন তার স্বাদ।


ব্যাম্বু চিকেন- বাঁশের ভিতরে চিকেন ঢুকিয়ে।


চিকেন পট/ মটকি বিরিয়ানী। জলপাই এর আচার আর ডিম সহ। ১৫০ টাকায়।


সাতকড়া দিয়ে গরু ভুনা। ১৩০ টাকা মাত্র।


Coconut Lassi. ডাব এর লাচ্ছি। ১০০ টাকা মাত্র।


পোড়া আমের শরবত। ৮০ টাকা মাত্র।


চিংড়ি বড়া ও লাউ পাতায় চেপা শুঁটকির ভর্তা।


ছুরি শুটকি দিয়ে সীমের বিচির খাইসসা

আমি ছোট শহরের ছেলে। শিক্ষা ও জীবিকার তাগিদে আজ এই যাদুকরী ঢাকা শহরের বসবাসকারী। মাঝেমাঝে যখন পথের জ্যামে দাঁড়িয়ে থাকা অসংখ্য গাড়ির জ্বালানী পোড়া গ্যাসে খুব বেশি হাফিয়ে উঠি, তখন এইরকম একটু জায়গা অন্তত আমার জন্য অনেকটাই স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম। কখনও আপনিও ট্রাই মেরে দেখতে পারেন আশা করি হতাশ হবে না। খুবই মজা পাবেন।

Related Post

রেস্তোরাঁর ভিতরের কিছু ছবিঃ

খাবার মেন্যুঃ

ঠিকানাঃ ৬৯/২, পশ্চিম ধানমন্ডী, শংকর, নিরিবিলি হাউজিং এর পাশে।
ফেসবুকঃ আঞ্চলিক খানা

This post was last modified on আগস্ট ৭, ২০১৮ 11:14 পূর্বাহ্ন

শাহরিয়ার সিয়াম

Recent Posts

গাজা এবং লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৪৫

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…

% দিন আগে

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে