দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সমাবেশে সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।
বিবিসি ও আলজাজিরার খবরে বলা হয়েছে, ইথিওপিয়ার নতুন সংস্কারপন্থী প্রধানমন্ত্রী আবি আহমেদের একটি জনসভায় গতকাল (শনিবার) গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় প্রধানমন্ত্রীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দ্রুত তাঁকে ঘটনাস্থল হতে সরিয়ে নেওয়া হয়।
গতকাল (শনিবার) সকালের দিকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার মেস্কেল স্কয়ারে প্রধানমন্ত্রী আবি আহমেদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এই হামলার ঘটনাটি ঘটে।ওই সমাবেশে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
এদিকে এই হামলার ঘটনার পর টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেছেন, ইথিওপিয়াকে যারা ঐক্যবদ্ধ দেখতে চান না, তারাই এই ব্যর্থচেষ্টা চালিয়েছেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে দেশটির সাবেক ক্ষমতাসীন হেলেমারিয়াম দেসালেগন আচমকা পদত্যাগ করেন। এরপর প্রধানমন্ত্রী হন আবি আহমেদ। দেশের ‘ওরোমো’ দলের প্রতিনিধি হিসেবে তিনিই দেশটির প্রথম প্রধানমন্ত্রী। এর পূর্বে তিন বছর ধরে সরকারবিরোধী বিক্ষোভে শিরোনামে এসেছে এই দলটি।