দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পানির স্রোত আমরা দেখেছি। কিন্তু তাই বলে কাদামাটির স্রোতের কথা এর আগে আমরা কখনও শুনিনি। তবে এবার শুধু শোনা নয়, দেখাও গেছে! আজ রয়েছে এমনই একটি ভিডিও।
পৃথিবীতে প্রতিদিন ঘটে যাচ্ছে কতো রকম ঘটনা। সব ঘটনার খবর হয়তো আমাদের জানা থাকে না বা আমাদের অগচরে ঘটে যায় কতো রকম ঘটনা। তবে আজকের ঘটনাটি সত্যিই ব্যতিক্রমি একটি ঘটনা। কারণ হলো আমরা পানির স্রোত দেখেছি। বর্ষা এলে নদীর পানি পাড় ভেঙ্গে যায়। তখন আশেপাশের ফসলের মাঠ এমন কি হাজার হাজার বাড়ি-ঘর ভেসে যায় পানির স্রোতে। কিন্তু আমরা কখনও এমন কথা শুনিনি, আর তা হলো কাদামাটির স্রোত! তবে এবার এমনই একটি কাদামাটির স্রোত দেখা গেলো বাস্তবে। এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সুইজারল্যান্ডের চ্যামোসন শহরের পার্শ্ববর্তী এক গ্রামের উপর দিয়ে বয়ে গেছে কাদামাটির এই স্রোত। দেশটির আল্পস এলাকায় এমন বিরল দৃশ্য সম্প্রতি ক্যামেরায় ধরা পড়েছে।
হঠাৎ করেই এই ধরনের দৃশ্য দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা। তবে কাদামাটির স্রোত গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।