দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নানা রকম ম্যাজিক আমরা দেখে থাকি। কিন্তু এইসব ম্যাজিক কিভাবে করা হয় তা আমাদের সত্যিই অজানা। আজ বিশ্বের সেরা কয়েকটি ম্যাজিক সম্পর্কে জানুন!
ম্যাজিকের প্রতি অনেকেরই এক আলাদা আকর্ষণ রয়েছে। কখনও দেখা যায় কোনও মহিলা শূন্যে ভাসছে, আবার কখনও দেখা যায় ম্যাজিশিয়ান কারও শরীর কেটে দু’ভাগ করে ফেলছে। কীভাবে হয় এসব ঘটনা, তা নিয়ে প্রশ্ন থাকলে উত্তর খোঁজা বেশ মুশকিলের ব্যাপার। axn চ্যানেলে অবশ্য ম্যাজিকের ভেতরের গোপন বিষয়গুলো পরিষ্কার করে দেয়।
আবার অনেকেই বলেন যে, ম্যাজিশিয়ানরা নাকি মানুষের চোখ একটা ‘ইলিউশন’ তৈরি করে, তখন তার মধ্যেই মুহূর্তে ভ্যানিশ হয়ে যায় দৃশ্যমান জিনিসপত্রগুলো। যুগ যুগ ধরে হয়ে আসা এসব ম্যাজিকের এক বিশেষ পন্থা তো নিশ্চয় রয়েছেই, তবে সেই বিষয়গুলো সব সময় গোপনেই রাখেন যাদুবিদ্যার অধিকারীরা।
আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে কিছু ম্যাজিকের রহস্যের সমাধান করতে পারবেন। বিশ্বের সব থেকে বিখ্যাত ১০ ম্যাজিকের ট্রিকস জানতে পারবেন আপনি এই ভিডিওটি দেখে। যেমন, শূন্যে ভাসা যায় কীভাবে। আগুন থেকে পায়রা বেরিয়ে আসে কীভাবে, ইত্যাদি নানা ম্যাজিক।