The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

এডাটা নিয়ে এলো নতুন এসএসডি ড্রাইভ

এনভিএমই ১.৩ ও থ্রিডি ন্যান্ড ফ্ল্যাশ প্রযুক্তি সমর্থিত এই এসএসডি ১ টেরাবাইট দ্রুতগতিতে চলতে সক্ষম

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাই পারফরম্যান্স ডির‌্যাম মড্যুল ও ন্যান্ড ফ্ল্যাশ পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এডাটা এবার সম্পূর্ণ নতুন এসএসডি এক্সপিজি এসএক্স৬০০০ প্রো পিসিআইই জেন৩*৪ এম.২ ২২৮০ বাজারে নিয়ে এলো।

এডাটা নিয়ে এলো নতুন এসএসডি ড্রাইভ 1

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনভিএমই ১.৩ ও থ্রিডি ন্যান্ড ফ্ল্যাশ প্রযুক্তি সমর্থিত এই এসএসডি ১ টেরাবাইট দ্রুতগতিতে চলতে সক্ষম। ফলস্বরূপ এটি সাটা এসএসডির বিকল্প হিসেবে দাঁড়িয়েছে।

জানানো হয়েছে, একপেশে ডিজাইনের মাধ্যমে সবদিকে সামঞ্জস্য রেখেই এক্স৬০০০ প্রো এসএসডিটি স্টান্ডার্ড ডিজাইনের এম.২ ২২৮০ এসএসডি হতে আরও বেশি পাতলা করা হয়েছে।

এই ডিভাইসটি ২৫৬, ৫১২ জিবি ও ১ টেরাবাইটে বের করা হয়েছে। যেসব কম্পিউটার ব্যবহারকারীরা দ্রুতগতির কর্মক্ষম এসএসডি নিতে চান তাদের জন্য এসএক্স৬০০০ প্রো, অ্যানসাটার উত্তরসূরি হিসেবে সম্পূর্ণ নতুন একটি প্যাকেজ হিসেবে এটি আত্মপ্রকাশ করেছে। এটির সবচেয়ে বড় সুবিধাটি হলো খরচের অনুপাত হিসেবে পারফরম্যান্স প্রদান করা। থ্রিডি টিএলসি ন্যান্ড, এনভিএমই ১.৩ প্রযুক্তি ও পিসিআইই জেন৩*৪ ইন্টারফেসযুক্ত এই এসএসডিটি প্রতি সেকেন্ডে অন্তত ২১০০ মেগাবাইট রিড ও ১৫০০ মেগাবাইট রাইট করার ক্ষমতা সম্পন্ন।

এই নতুন ডিভাইসটি হরহামেশাই প্রতি সেকেন্ডে ২৫০/২৪০ কিলোবাইট ইনপুট/আউটপুট দেবে। অর্থাৎ সাধারণ সাটা এসএসডি হতে এর গতি চারগুণেরও বেশি।

একপেশে ডিজাইনের নতুন এই এসএসডিটি ২.১৫ মিলিমিটার পুরু যা স্টান্ডার্ড ডিজাইনের এম.২ হতেও পাতলা। ইনটেল বা এএমডির সর্বাধুনিক প্লাটফর্মযুক্ত আল্ট্রাবুক, স্মল-ফর্ম-ফ্যাক্টর ডেস্কটপ এবং নোটবুকের সঙ্গে এই ডিজাইন বেশ মানিয়ে যাবে। কর্মক্ষমতা ও দীর্ঘায়ু বাড়ানোর জন্য এডাটা ও এক্সপিজির প্রায় সব এসএসডিতে থাকা সকল ফিচারগুলোই এসএক্স৬০০০ নামের নতুন এই এসএসডিতে নিয়ে আসা হয়েছে বলে জানানো হয়।

এটিতে হোস্ট মেমোরি বাফার এবং এসএলসি ক্যাশিং যুক্ত করা হয়েছে। যে কারণে ভিডিও রেন্ডার বা এএএ গেমস টাইটেল তৈরির মতো বড় বড় কাজ করার সময়ও এটি টেকসই ও উচ্চমান সম্পন্ন পারফরম্যান্স প্রদান করবে বলে জানানো হয়েছে।

এটির ডাটা ট্রান্সফারে নির্ভরতা বাড়াতে ও এই পণ্যের দীর্ঘায়ু রক্ষার্থে এটি এলডিপিসি (লো-ডেনসিটি প্যারিটি-চেক) ইরর কানেক্টিং কোড টেকনোলজিও সমর্থন করে।

মূলত এই প্রযুক্তি ডাটা ইরর নির্ণয় ও সমাধানে সাহায্য করে। এসএসডির প্রত্যেকটি পণ্যের গুণগত মান ও নির্ভরতা নিশ্চিত করার ক্ষেত্রে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এই এসএসডিতে ৫ বছরের ওয়ারেন্টি প্রযোজ্য হবে।

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali