দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ১৯ আগস্ট ২০১৯ খৃস্টাব্দ, ৪ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, ১৭ জ্বিলহজ্ব ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে দৃশ্যটি আপনারা দেখছেন সেটি ফ্রান্সের ফ্রেঞ্চ রিভিয়েরা বা কোট ডা’জিউর বলা হয়। এটি ফ্রান্সের একটি বিখ্যাত স্থান।
ফ্রান্সের সবচেয়ে দর্শনীয় এবং আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে ফ্রেন্স রিভিয়েরা হলো অন্যতম। এটি ফ্রান্সের সবচেয়ে আকর্ষণীয় উপকূলীয় অঞ্চল যার কেবল একটাই সমার্থক শব্দ হতে পারে – আর তা হলো “গ্ল্যামার”। কোট ডা’জিউর এর অর্থ হলো “Coast of Blue (নীল উপকূল)” যার কারণ ভূমধ্যসাগর এর গভীর নীল রং। তবে ইংরেজিতে একে বলা হয়ে থাকে ফ্রেঞ্চ রিভিয়েরা। এটি সেইন্ট ট্রপেহ হতে ইতালির সীমান্তবর্তী মেন্টন পর্যন্ত বিস্তৃত হয়েছে। গ্রীষ্মকালে এটি হয়ে উঠে সৈকত প্রেমীদের মিলনস্থল। এই সময় ইয়টগুলোতে চোখে পড়ে হাজার হাজার পর্যটক। পর্যটকরা মুগ্ধ হন এখান প্রাকৃতিক সৌন্দর্য দেখে।
তথ্যসূত্র: https://travelbd.xyz