দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি হয়তো এমন একটি দেশের কথা শুনলে আশ্চয়ই হবেন। কারণ এই দেশগুলোতে রাত আসে আলো নিয়ে!
তাহলে কী রাত এখানে নিকশ কালো অন্ধকার হয়ে? রাত মানেই কী নিস্তব্ধতা? রাত মানেই কী তাহলে রোমাঞ্চের বিরতি? বিশ্রাম, ঘুম নাকি বিস্ময়ের অবসান? রাত সম্পর্কে ধারণাই বদলে যাবে পৃথিবীর রহস্যময় এই আকাশের নীচে এসে দাঁড়াতে পারলে। মূলত রাত এখানে বিস্ময়ের শুরু, রাত এখানে যেনো এক আলোর ফোয়ারা, রাতই রহস্য, রাতই রোমাঞ্চকর। আসুন জেনে নেওয়া যাক রঙিন রাতের সন্ধান কোথায় পাওয়া যাবে!
ফেয়ারব্যাঙ্কস, আলাস্কা- মার্কিন যুক্তরাষ্ট্র
এটি দেখে আকাশের বিশাল ক্যানভাসে শিল্পীর তুলির এলোমেলো আচরে আঁকা রঙ্গীন কোন চিত্রকর্ম মনে হবে। এর নাম দিয়েছে অরোরা। বায়ুমন্ডলে বিভিন্ন গ্যাসীয় বিক্রিয়ার কারণেই সৃষ্টি হয় এই রঙের উৎসবের। কারণ অক্সিজেন তৈরি করে থাকে হলদে সবুজ আলো, আর নাইট্রোজেনের কারণে আসে নীলের আলোচ্ছটা। স্ফটিকস্বচ্ছ আকাশে বর্নিল আলোরা তখন এনে দেয় অতুলনীয় এক মুগ্ধতা।
স্প্লিটি ভ্যালি- ইন্ডিয়া
ভালো খবর হলো, খুব দূরে এটি নয়, মোহনীয় রাতের দেখা পাওয়া যাবে পাশের দেশ ইন্ডিয়ার স্প্লিটি ভ্যালিতে। হিমালয় এবিসের প্রত্যন্ত এলাকায় ছোট্ট, শান্ত প্রকৃতির অমোঘ লিলায় এই ভান্ডারের অবস্থান। যে কোনো ধরণের আলোর দূষণ হতে বহু বহু দূরে স্প্লিটির পরিষ্কার আকাশে তাঁরারা যেনো মেলে ধরে তাদের আসল রূপ। রাতের আকাশে পরিষ্কার দেখতে পাওয়ায় মিল্কি ওয়ে অবাক করে দেবে যে কাওকে। এক মুহূর্তে যেনো অনুভব করতে পারবেন মহাবিশ্বের এক বিশালতা।
লোফোটেন দ্বীপ- নরওয়ে
নরওয়ের দক্ষিণাঞ্চলের আকাশ রঙের যাদুকরি খেলা দেখার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হলো এই নরওয়ের লোফোটেন দ্বীপ। এখানে লফোটেন দ্বীপের ঝড়ো আকাশে ভেসে ওঠে রঙিন মনোমুগ্ধকর এক আলো। এই স্থানের তাপমাত্রা খুবই চমৎকার। তাই রাতের অন্ধকারে ঘন্টার পর ঘন্টা আপনি অনায়াসে অপেক্ষা করতে পারবেন এই সুমেরুপ্রভা দেখার জন্য। লাল, বেগুনী, সবুজ ও হলুদের এমন দূর্দান্ত বিন্যাস একবার দেখার পর মনে হবে আপনার জীবন যেনো সার্থক।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।