দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তানজীব সারোয়ার এবং বাঁধন সরকার পূজা পৃথক হয়ে প্রচুর সফল গান উপহার দিয়েছেন। এবার তানজীব-পূজার দ্বিতীয় গানচিত্র আসছে।
সমসাময়িক এই শিল্পীদ্বয়ের একহয়ে গানের সংখ্যা মাত্র একটি! ‘ফানুশ’ নামে ওই গানচিত্রটি বেশ প্রশংসাও পায়। সিএমভি’র প্রযোজনায় এটি প্রকাশ হয় গত বছর কোরবানির ঈদে।
সেই রেশ ধরেই এই জুটিকে নিয়ে আবারও গান প্রকাশ করছে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান। গানচিত্রটির নাম হলো ‘হারিয়ে গেলে কষ্ট পাবো’। তানজীব সারোয়ারের কথা-সুর-কণ্ঠে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন পূজা। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
গান সম্পর্কে তানজীব জানিয়েছেন, এই গানটির গ্ল্যামারাস ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হয়েছেন লিয়ানা লিয়া এবং তন্ময়। কণ্ঠশিল্পী হিসেবে ভিডিওতে হাজিরা হবেন তানজীব-পূজা।
গানটি প্রসঙ্গে তানজীব বলেছেন, ‘এটি মূলত ভালোবাসার গান। ভালো একটি বাংলা গান। শ্রোতা-দর্শকদের জন্য এটি আমাদের ভালোবাসা দিবসের উপহার।’
সিএমভি জানিয়েছে, গানচিত্রটি প্রকাশ করা হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ১৩ ফেব্রুয়ারি।
এই বিষয়ে পূজা বলেছেন, ‘তানজীব ভাইয়ার সঙ্গে এটি আমার ২য় গান। প্রথম গানটি হতে দারুণ সাড়া পেয়েছিলাম। সেটিও প্রকাশ করে সিএমভি। গানটিতে রোমান্টিক একটা গল্প রয়েছে। ছেলেটি প্রেম করতে চায়। মেয়েটি বন্ধু থাকতে চায়। ভিডিওটাও খুব দারুণ হয়েছে।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।