দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হলো ‘ভালোবাসা এই পথে’ নামে নতুন একটি টেলিফিল্ম। সবুজ খানের পরিচালনায় ত্রিভূজ প্রেমের গল্পে টেলিফিল্মটির চিত্রনাট্য তৈরি করেন রাজীব মণি দাস।
এই টেলিফিল্মে অভিনয় করেছেন শ্যামল মওলা, শাবাবা শ্রেয়সী, তাসফি, ইকবাল হোসেন, সুচনা শিকদার, সায়কা আহমেদ ও আফফান মিতুলসহ অনেকেই।
এই টেলিফিল্মের গল্পের ধারণা দিতে গিয়ে পরিচালক জানিয়েছেন, অর্থের লোভে ব্যবসায়ী শ্যামলের সঙ্গে একটি মেয়ের প্রেম হয়। তবে যখন তার ব্যবসায় খারাপ সময় আসে, তখন মেয়েটি তাকে ছেড়ে চলে যায়। চরম হতাশায় পড়ে ভেঙে পড়েন ব্যবসায়ী শ্যামল।
এক সময় মনোবল শক্ত করে আবার ঘুরে দাঁড়ায় শ্যামলের ব্যবসা। তখন আরেকটি মেয়ের আগমন ঘটে তার জীবনে। সেই মেয়েটিকে পেয়ে প্রকৃত ভালোবাসার মর্ম বুঝতে পারেন শ্যামল।
নির্মাতা সবুজ খান জানিয়েছেন, গল্পের মধ্যে আরও বিভিন্ন ঘটনা ঘটে থাকে। এমন গল্পে নির্মিত ‘ভালোবাসা এই পথে’ টেলিফিল্মটি ঈদের আগে যে কোনো শুক্রবার চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হওয়ার কথা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।