দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ১০ বছরের ক্যারিয়ারে দু’জনার অডিও গানের সংখ্যা একেবারে কম নয়। তবে ভিডিও বের হয়েছে মাত্র দুটি! একটি ২০১৩ সালে অপরটি ২০১৯ সালে। দুটিই হিট হয়েছে। এবার নতুন গানে নতুন সাজে আসছেন ইমরান-পড়শী।
প্রায় দুই বছর পর আবারও এই দুই সঙ্গীত তারকা দাঁড়ালেন ক্যামেরার সামনে- একেবারে প্রেমিক-প্রেমিকার বেসে। তাদের নতুন এই গানের নাম ‘এক দেখায়’। গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। পড়শীকে নিয়ে গাওয়ার পাশাপাশি সুর-সংগীত করেছেন ইমরান নিজে। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
সিএমভি’র ব্যানারে নির্মিত ব্যয়বহুল এই ভিডিওটির জন্য ইমরান-পড়শীকে ছুটতে হয় ঢাকা হতে সুনামগঞ্জ। সেখানে এক দিনের শুটিং শেষ করে যান ময়মনসিংহ। উদ্দেশ্য, নৈসর্গিক লোকেশনে ইমরান-পড়শীর রোমান্টিক রসায়ন তুলে ধরা।
এই বিষয়ে ইমরান বলেছেন, ‘এটি নিয়ে আমাদের ৩টি মিউজিক ভিডিও হচ্ছে। সংখ্যাটা খুবই কম। তবে আগের দুটো গানের সফলতা ব্যাপক। সেজন্যই অনেক সময় নিয়ে নতুন কাজটি করা হলো। এই ঈদে আমাদের ভক্তদের জন্য এটা বিশেষ একটা উপহার।’
এদিকে অনেকদিন ধরেই মৌলিক গানের সঙ্গে নেই পড়শী। বলা যায়, এই গানটি দিয়ে তিনি আবারও ফিরছেন স্বরূপে। এই বিষয়ে তাই বলেন, ‘অনেক দিন বিরতির পর আবারও আমরা দুজন একসঙ্গে গান করলাম। গানটি শীঘ্রই আসছে ভিডিওসহ। আশা করি সবারই ভালো লাগবে।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।