দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঠোঁটকে বেশি আকর্ষণীয় করে তুলতে হলে লিপস্টিকের ব্যবহার অবশ্যম্ভাবী। লিপস্টিক বাছাইয়ের ক্ষেত্রে ত্বক এবং মেকআপের সঙ্গে মানানসই রং বেছে নেওয়াটা জরুরি একটি বিষয়।
প্রায় ৫ হাজার বছর পূর্বে ব্যাবিলনে মেসোপটেমিয়ান নারীরা প্রথম ঠোঁটে রঞ্জক পদার্থ ব্যবহার শুরু করেছিলেন। সেই থেকেই শুরু হয়েছিলো আজকের লিপস্টিক, যার প্রতি নারীদের আকর্ষণ রয়েছে সেই আগের মতোই।
কেনোনা লিপস্টিকের রং যদি ত্বক এবং মেকআপের সঙ্গে না মানায় তাহলে ভালো দেখাবে না, আবার বেমানানও লাগবে। শীতের শুষ্ক আবহাওয়ায় ঠোঁটফাটা, চামড়া ওঠার মতো বিভিন্ন সমস্যাও দেখা দিতে পারে। তাই শীতে ত্বকের মতো ঠোঁটের বাড়তি যত্ম নেওয়া দরকার। ঠোঁটে লিপস্টিক লাগানোর পূর্বে অবশ্যই খেয়াল রাখতে হবে যেনো ঠোঁটে মরা চামড়া না থাকে এবং ঠোঁট আর্দ্রতা বজায় থাকে।
যদি কখনও ঠোঁটে গাঢ় এবং উজ্জ্বল রংয়ের লিপস্টিক ব্যবহার করা হয় তাহলে চোখের মেকআপ আরও হালকা রাখতে হবে। কেনোনা ঠোঁটের সঙ্গে চোখের মেকআপও গাঢ় হলে দেখতে একেবারেই বেমানান লাগবে। ‘ট্রেন্ডি কালার’ বা যুগের হাওয়ার কারণে যেসব রংয়ের লিপস্টিকের চলন বেশি হবে সেগুলো সবাইকেই আবার মানায়ও না। বরং নিজের সঙ্গে মানানসই লিপস্টিক বেছে নেওয়াটা গুরুত্বপূর্ণ বিষয়।
আপনি যখন ঠোঁটে লিপস্টিক নিবেন তখন লিপস্টিক দেওয়ার আগে প্রাইমার লাগিয়ে নিলে লিপস্টিক সুন্দর মতো বসবে ও দীর্ঘস্থায়ীও হবে। ঠোঁটের শেপ সুন্দর করে নিখুঁতভাবে লিপস্টিক লাগাতে চাইলে লিপস্টিক লাগানোর পূর্বে একই রংয়ের লিপ লাইনার ব্যবহার করে লিপ লাইন করে নেওয়া দরকার। এতে করে লিপস্টিক দেখতে ভালো লাগবে।
একটি জিনিস খেয়াল রাখবেন লিপস্টিক লাগানোর জন্য প্রথমেই শুরু করতে হবে ঠোঁটের মাঝামাঝি অংশ থেকে। তারপর পুরো ঠোঁটেই লাগিয়ে নিতে হবে। এতে করে পুরো ঠোঁটেই নিখুঁতভাবে লিপস্টিক লাগানো যায়। ঠোঁটের উপরের ‘ভি’-এর মতো অংশটি এবং নিচের ঠোঁটের মাঝামাঝি অংশে হাইলাইট করলে ঠোঁট দেখতে আরও আকর্ষণীয় লাগবে। তবে প্রতিদিন লিপস্টিক ব্যবহার না করে দু’একদিন বিরতি দিয়ে নেওয়ায় হবে বুদ্ধিমানের কাজ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।