দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও ‘এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১ পুরস্কারে ভূষিত হলো দেশের শীর্ষ সফ্টওয়্যার কোম্পানি এ আর কমিউনিকেশনস্। সফ্টওয়্যার রপ্তানিতে শীর্ষ কোম্পানি হওয়ার জন্য এটি তাদের টানা ২য় পুরস্কার!
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১ পুরস্কার তুলে দিচ্ছেন এ আর কমিউনিকেশনস্ এর সিইও এম. আসিফ রহমানের হাতে
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ৭ম’বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মাল্টিপারপাস অডিটোরিয়ামে বেসিস সভাপতি জনাব সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ৭ম বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড এর পুরষ্কার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১-এর উপদেষ্টা ও বেসিস এর জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান এবং বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১ এর প্রধান বিচারক ও বেসিসের সাবেক সভাপতি জনাব রফিকুল ইসলাম রাওলি, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আরফান আলী, ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিয়া আরফিন, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব সৈয়দ মোহাম্মদ কামাল এবং বেসিস সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ।
গতকাল (১১ ডিসেম্বর ২০২১) বিকাল ৩ টায় আগারগাঁও শেরেবাংলা নগরস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মাল্টিপারপাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডস ২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবারও ‘এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১ পুরস্কারে ভূষিত হলো দেশের শীর্ষ সফ্টওয়্যার কোম্পানি এ আর কমিউনিকেশনস্। সফ্টওয়্যার রপ্তানিতে শীর্ষ কোম্পানি হওয়ার জন্য এটি তাদের টানা ২য় পুরস্কার! এ আর কমিউনিকেশনস্ এর সিইও এম. আসিফ রহমানের হাতে পুরস্কারের টফি ও সার্টিফিকেট তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও তথ্য ও প্রযুক্তি খাতে অবদানের জন্য দেশের বেশ কিছু কোম্পানিকে পুরস্কারে ভূষিত করা হয়।
বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১ হলো সফ্টওয়্যার ও আইটিইএস পরিষেবাগুলির আউটসোর্সিংয়ের ক্ষেত্রে সংস্থা ও ব্যক্তিদের অসামান্য কর্মক্ষমতাকে স্বীকৃতি দেওয়ার জন্যই এই পুরস্কারের আয়োজন। সাম্প্রতিক বছরগুলোতে আউটসোর্সিং সেবার মাধ্যমে বিপুল সংখ্যক মেধাবী উদ্যোক্তা এবং ব্যক্তি কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জন করে সমাজ এবং দেশে অবদান রাখছেন।
এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং শিল্প/সম্প্রদায়ের সেরা পারফরমারদের চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। বেসিস মনে করে, এই পুরস্কারটি বিদ্যমান উদ্যোক্তা ও পেশাদারদের আউটসোর্সিং ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য অনুপ্রাণিত করবে এবং সেইসাথে আরও বেশি মানুষকে আইসিটি শিল্পে যোগ দিতে উৎসাহিত করবে।