দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লোকাল ট্রেন কিংবা সরকারি বাসে হাঁস-মুরগি এমনকি ছাগল বহন করার ঘটনাও ঘটে থাকে। এবার সরকারি বাসের কন্ডাক্টর মোরগের ভাড়া আদায় করে ছাড়লেন!
সরকারি এই বাসের কন্ডাক্টর ভাড়া ছাড়া কোনো যাত্রী বহনে একদমই বিশ্বাসী ছিলেন না। তাই মোরগেরও ভাড়াও নেন তিনি। ভাড়া নিয়ে মোরগের মালিকের হাতে ধরিয়ে দেন সরকারি বাসের টিকিটও!
ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানায়। সেখানকার সরকারি বাসে (টিএসআরটিসি) এই ঘটনা ঘটে বলে ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে জানানো হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, তেলেঙ্গানার সুলতানাবাদ থেকে করিমনগর যাচ্ছিলেন মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি। আর মোরগটি তার সঙ্গেই ছিল। তবে মোরগটিকে তিনি কাপড়ের মধ্যে লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু টের পেয়ে যান বাস কন্ডাক্টর জি তিরুপতি। সঙ্গে সঙ্গেই আপত্তি জানান তিনি। এভাবে মোরগ নিয়ে বাসে যাওয়া যাবে না বলে জানান কন্ডাক্টর। কন্ডাক্টরের দাবি, জীবন্ত কোনো প্রাণী বাসে উঠলেই তার ভাড়া গুণতে হবে।
মোহাম্মদ আলী প্রথমে টিকিটের অর্থ দিতে অস্বীকার করেছিলেন। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটিও হয়। এক পর্যায়ে ৩০ রুপির বিনিময়ে মোরগের টিকিট কিনতে বাধ্য হন মোহম্মদ আলী। সেই টিকিটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এই বিষয়ে তেলেঙ্গানার স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন ডিপোর ম্যানেজার জানিয়েছেন, ওই এলাকায় অনেকেই সরকারি বাসে পোষা প্রাণী নিয়ে যাতায়াত করে থাকেন। এর জন্য বাড়তি কিছু অর্থও নেওয়া হয়ে থাকে। তবে এভাবে টিকিটর কোনো নিয়ম নেই বলেই জানিয়েছেন ওই কর্মকর্তা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।