দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে ফেসবুকের পর এবার জনপ্রিয় হয়ে উঠছে ইনস্টাগ্রাম। একের পর এক নতুন ফিচার যুক্ত হওয়ায় দিন দিন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ছবি শেয়ারের এই মাধ্যমটি।
ছবির গ্রহণযোগ্যতা কিংবা এর বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ করতে এখানেও রয়েছে নীল ব্যাচ। অর্থাৎ অ্যাকাউন্ট ভেরিফিকেশন কিংবা বিশ্বাসযোগ্য প্রোফাইল হিসেবে প্রতিষ্ঠার সুযোগও।
আজ জেনে নিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করতে কী করতে হবে একজন ব্যবহারকারীকে।
# প্রথমেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর সামনে আসবে প্রোফাইল সেকশন।
# সেখান থেকেই ডানদিকের উপরের দিকের কোণে থাকা হ্যামবার্গার মেনুতে আপনাকে ক্লিক করতে হবে।
# এই পর্যায়ে আপনাকে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে রিকোয়েস্ট ভেরিফিকেশনে যেতে হবে। একবার সেটি Done করা হয়ে গেলেই, তখন নিজের পুরো নামটি লিখতে হবে।
# এখন ন্যাশনাল আইডি কার্ডের মতোই নিজের আইডেন্টিফিকেশন সঠিকভাবে লিখতে হবে। তারপর ক্লিক করুন সাবমিট অপশনে।
ব্যাস হয়ে গোলো কাজ। এখন অপেক্ষা করুন যাচাই প্রক্রিয়ার জন্য।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।