দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেই ক্ষণিকের মজার জন্য হরেক রকমের ধাঁধার সমাধান করতে ভালোবাসেন । তেমনই একটি ছবি এবার ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যাবে বলা যায় ছবির ধাঁধা।
মাঝে-মধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয় দৃষ্টিবিভ্রম কিংবা ‘অপ্টিক্যাল ইলিউশনের’ ছবিগুলো। এই ধরনের ছবি কার্যত আমাদের মনোযোগের ক্ষমতাকে পরীক্ষার মুখে ফেলে, তাই ক্ষণিকের মজার জন্য এই ধরনের ধাঁধার সমাধান করতে পছন্দ করেন অনেকেই।
ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তির শিকার করার একটি দৃশ্য। সাদা বরফ পরিবেষ্টিত অঞ্চলের মধ্যে, হাতে বন্দুক নিয়ে হাঁটুর উপর ভরদিয়ে বসে রয়েছেন ওই ব্যক্তি। তবে শুধু মানুষ নয়, ওই ছবিটিতে রয়েছে একটি ভল্লুকও। কোথায় রয়েছেন ওই ভল্লুক? সেটিই প্রশ্ন বা ধাঁধা। ছবিটি কার আঁকা তা নিয়ে যদিও বিতর্ক রয়েছে, অঙ্কনের পদ্ধতি দেখে ধারণা করা যাচ্ছে যে, বেশ পুরোনো এই ছবিটি।
এই ছবিটি দেখলেই বোঝা যাবে আসলে ভালুকটি কোথায়
মূলত রং এবং আকারের দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়ে লুকিয়ে রাখা হয়েছে ভল্লুকের অবয়বটি। তাই পশুটি খুঁজে পেতে ছবিটি দেখতে হবে খুব মনোযোগ দিয়ে। অথচ হাজার খুঁজেও পাচ্ছেন না এই ভালুক বাবাজির হদিস। তথ্যসূত্র: https://www.india.com
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।