দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করা হয়েছে আজ (২৫ জুন) সকালে। পুরো বিশ্ব সেই দৃশ্য দেখেছে। আর এই ঐতিহাসিক ক্ষণের স্বাক্ষী করতে দিন রাত কাজ করেছেন টিভি মিডিয়া কর্মীরা।
বাংলাদেশে অনেকগুলো টিভি চ্যানেল রয়েছে। তবে কয়েকটি চ্যানেলের ভূমিকা ছিলো অগ্রগণ্য। সময় টিভি, একাত্তর টিভি, চ্যানেল ২৪সহ বেশ কিছু টিভি চ্যানেল আজকের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখিয়েছে।
তবে আজকের এই অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে আমরা সবথেকে এগিয়ে থাকতে দেখেছি সময় টিভিকে। কোনো রকম বিজ্ঞাপন বিরতি ছাড়া সময় টিভি তাদের সম্প্রচার করেছে গতকাল থেকে। আগামীকাল পর্যন্ত তারা সম্প্রচার করবে সরাসরি।
দর্শকদের কাছে এই দুদিনের অনুষ্ঠান আরও ভালো লাগার একটি কারণ হলো বিজ্ঞাপন ছাড়া সম্প্রচার। দিন রাত সংবাদ কর্মীরা যেভাবে কাজ করেছেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।
দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সবার পক্ষে স্বশরীরে গিয়ে দেখা সম্ভব হয়নি। তবে টিভি চ্যানেলগুলোর এই উদ্যোগের কারণে আমরা ঘরে বসে দেখেছি উদ্বোধনী অনুষ্ঠান। একবার জাজিরা প্রান্ত আবার মাওয়া প্রান্ত দুই প্রান্তেই টিভি চ্যানেলের কর্মীরা সমানভাবে ব্রডকাস্ট করেছেন। ছিলো না নাওয়া-খাওয়া। তাদের চেহারা দেখে বোঝা গেছে কতোটা পরিশ্রম করে সরাসরি দেশের জনগণকে তথা পুরো বিশ্বকে তারা দেশের গৌরবময় এই ইতিহাস তুলে ধরেছেন।
টিভি চ্যানেলগুলোর কারণে আমরা ঘরে বসে পদ্মা সেতুর শুরুর ইতিহাস জানতে পেরেছি। কিভাবে জমি অধিগ্রহণ করা হয়, কিভাবে সেতুর কাজ শুরু হয়। ক্ষতিগ্রস্থদের কিভাবে সহায়তা করা হয়েছে। কিভাবে পুরো সেতুটি বাস্তবায়ন করা হলো সব কিছুই উঠে এসেছে তাদের রিপোর্টে। সংবাদ কর্মীদের এই কর্মযজ্ঞ সত্যিই প্রশংসার দাবি রাখে। জাতির ইতিহাসে পদ্মা সেতু এক অনন্য একটি সেতু। নানা দেশী-বিদেশী ষড়যন্ত্রকে নস্যাৎ করে আজ বাঙালি জাতির আকাংখার প্রতিফলন ঘটিয়েছে বর্তমান সরকার তথা শেখ হাসিনার সরকার।
এই সেতু দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলাকে রাজধানী ঢাকার সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে সংযুক্ত করেছে। দেশের অর্থনীতির গতি পাল্টে যাবে এই বাস্তবায়নের কারণে। আগামীকাল (২৬ জুন) সকাল ৬টা থেকে গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। যুগ যুগ ধরে মানুষ যে আশায় দিন গুনেছিলো এই আশা এবার সত্যিই পূরণ হয়েছে। পদ্মার বুকে এখন উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বল জ্বল করছে পদ্মা সেতু। ১৮ কোটি মানুষের গৌরবের সেতু পদ্মা সেতু।
আজ যাদের মাধ্যমে জাতি আজ এই মহেন্দ্রক্ষণের দৃশ্যগুলো দেখতে পারলো তাদের প্রতি রইলো আমাদের গভির শ্রদ্ধা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।