দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বৃষ্টিতে ভিজেও আপনার রূপটানও মুছলো না। এটি কীভাবে সম্ভব? আজ রয়েছে এই বিষয়ে কয়েকটি টিপস।
এখন বৃষ্টি লেগেই থাকে। বৃষ্টি মানেই স্যাঁতসেঁতে আবহাওয়া ও পানি-কাদা মাখা পুরো রাস্তাঘাট। এছাড়াও, এই সময় শরীর ও ত্বকের বাড়তি যত্ন নেওয়াও দরকার। এই সময়টিতে পোশাকেও বদল আনা জরুরি। আর সেই সঙ্গে রূপটানেও। সাধারণত বর্ষাকালে সূর্য মেঘের আড়ালেই থাকে। আকাশ মেঘলা হয়ে থাকে প্রায় সময়, একটু ভালো তো আবার খারাপ। যে কারণে বেশি চড়া রূপটান চোখে লাগবে। আবার একেবারে রূপটানহীন ত্বকও কেমন যেনো ফ্যাকাসে দেখায়। তবে শুধু রূপটান করলেই চলবে না। তা যেনো দীর্ঘস্থায়ী হয়, সেদিকেও নজর দেওয়া দরকার। নয় তো বৃষ্টির পানি লেগে মুহূর্তে সবকিছু মুছে যাবে।
বর্ষায় দীর্ঘক্ষণ রূপটান ধরে রাখার পদ্ধতি
# বর্ষায় রূপটানের জন্য পানিরোধী (ওয়াটার প্রুফ) প্রসাধনী ব্যবহার করতে হবে। ফাউন্ডেশন, ফেসপাউডার, কাজল, মাস্কারা এমনকি, ইচ্ছে করলে পানি শোষণ করে এমন লিপস্টিক ব্যবহার করুন। বৃষ্টির পানি লাগলেও রূপটান উঠে যাওয়ার ভয় থাকবে না।
# আবার পানির ভাগ বেশি থাকে- এমন ময়েশ্চারাইজারও ব্যবহার করতে পারেন। তবে তেলের পরিমাণ যেগুলোতে বেশি, এমন ময়েশ্চারাইজারগুলো ত্বকের ছিদ্রগুলো বন্ধ করে দেয়। যে কারণে তখন ঘাম বাইরে বেরোতে পারে না। যার কারণে রূপটানও ত্বকে ঠিক মতো বসে না। পানি জাতীয় ময়েশ্চারাইজারের ক্ষেত্রে অবশ্য এমন সমস্যা নেই।
# তবে বর্ষায় ফাউন্ডেশন একেবারে না ব্যবহার করাই ভালো। এর পরিবর্তে কোনও পাউডারও ব্যবহার করতে পারেন ইচ্ছে করলে।
# এই সময়টিতে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে। যে কারণে ত্বকেও এর প্রভাব পড়ে। তাই ত্বকের ঔজ্জ্বল্যতা ধরে রাখতে ব্যবহার করুন প্রাইমার। ময়েশ্চারাইজার ত্বকে লাগানোর পরই প্রাইমার মেখে নিন। এরপর বাকি যা প্রসাধনী রয়েছে একে একে সেগুলো ব্যবহার করুন।
# রূপটান শেষে মুখের ৬ ইঞ্চি দূর হতে মেকআপ ফিক্সার স্প্রে করে নিতে ভুলে যাবেন না। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।