দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চুইংগাম ফুলিয়ে নাকি মাথার দ্বিগুণ আকারের বুদবুদ বানাতে পারেন জার্মানির তরুণী জুলিয়া। আর এই চুইংগাম ফুলিয়েই তিনি নাকি আয় করেন মাসে ৭০ হাজার টাকা!
ছোটবেলায় রঙিন মিষ্টি স্বাদের চুইংগাম চিবিয়ে কে কতো বড় বেলুন ফোলাতে পারে সেই নিয়ে হতো প্রতিযোগিতা। বড় হয়েও সেই চুইংগাম দিয়ে বেলুন ফোলানের অভ্যাস রয়ে গিয়েছেন অনেকেই। তবে এটি যে কারও পেশা হয়ে যেতে পারে, তা হয়তো অনেকের কল্পনার বাইরে রয়েছে।
চিউইং গাম দিয়ে বেলুন ফুলিয়ে মাসে প্রায় ৭০০ ডলার অর্থাৎ বাংলাদেশী টাকায় ৭০ হাজার টাকা রোজগার করেন ওই তরুণী। শুনতে অবাক লাগলেও এমন অসম্ভবকেই সম্ভব করেছেন জার্মানির ৩০ বছর বয়সি বাসিন্দা জুলিয়া ফোরাট।
চুইংগাম চিবিয়ে জিভের সাহায্য মুখের চেয়েও বড় আকৃতির বেলুন ফোলাতে দক্ষ জুলিয়া ফোরাট। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যাও নেহায়েত কম নয়। চুইংগাম দিয়ে বেলুন ফোলানোর ভিডিও থেকে প্রতিমাসে মোটা টাকা আয় করেন জুলিয়া ফোরাট। একইসঙ্গে প্রায় ৩০টি চিউইং গাম চিবিয়ে এমন বড় বেলুন ফুলিয়ে ফেলেন ওই তরুণী। সেইসঙ্গে মডেলিংয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন এই তরুণী। তবে জুলিয়া ফোরাট জানিয়েছেন যে, তিনি চুইংগাম দিয়ে বেলুন ফোলাতেই সবচেয়ে বেশি ভালবাসেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।