দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্যিই শুনতেও কেমন যেনো লাগে। আর এমন খবর দেখলে আশ্চর্য না হয়ে পারা যায় না। পাকিস্তানে নাকি মহিষের থেকেও সস্তায় পাওয়া যাচ্ছে সিংহ!
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের এক রিপোর্ট বলা হয়, পাকিস্তানে মহিষের দাম শুরু সাড়ে ৩ লক্ষ টাকা থেকে। যা ক্ষেত্রবিশেষে গিয়ে ১০ লক্ষ টাকাতে ঠেকছে। অথচ সিংহের মালিকানা পাওয়া যাচ্ছে মাত্র দেড় লক্ষ টাকা খরচ করলে।
পাকিস্তানের একটি টিভি চ্যানেল এই তথ্য দিয়ে জানিয়েছে যে, লাহোরের ‘সাফারি জু’ তাদের কাছে থাকা অন্তত ১২টি আফ্রিকান সিংহ বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত কয়েক দিন ধরে তহবিলে টান পড়েছে ওই চিড়িয়াখানাটির। আর সেই অভাব মেটাতে ১২টি আফ্রিকান সিংহের (৩টি সিংহীও আছে যার মধ্যে) এক একটিকে দেড় লক্ষ টাকা করে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা।
পাক সংবাদমাধ্যমদ আরও জানিয়েছে, লাহোরের ওই চিড়িয়াখানাটি ১৪২ একর এলাকা জুড়ে প্রতিষ্ঠিত। সেখানে ৪০টিরও বেশি আফ্রিকান সিংহ রয়েছে।
চিড়িয়াখানা সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমটি আরও জানায়, এতোগুলো সিংহের দেখভাল করা ও তাদের খরচ সামলে উঠতে পারছেন না ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সে জন্যই বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বস্তুত গোটা পাকিস্তানেই এই মুহূর্তে কিছুটা আর্থিক সমস্যার মধ্যেদিয়ে চলতে হচ্ছে। জ্বালানির দাম বেড়েছে মাত্রাছাড়া। দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের। ওই সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে যে, আগস্টের প্রথম সপ্তাহ হতেই ওই সিংহগুলো কেনা যাবে লাহৌরের চিড়িয়াখানা হতে। পশু নিয়ে উৎসাহী দেশের নাগরিকদের ওই সিংহগুলো বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।