দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টুইটারে সৌদি আরব সরকারের সমালোচনা করে পোস্ট করার অপরাধে সৌদি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরবের আদালত।
গত বছর সৌদি আরব থেকে দেশে ফেরার সময় বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। অক্টোবরের ৩ তারিখে তাকে েই সাজা দেয় সৌদি কর্তৃপক্ষ। খবর ওয়াশিংটন পোস্ট- এর।
এক প্রতিবেদনে বলা হয়, কারাবন্দী ওই আমেরিকান নাগরিকের নাম সাদ ইব্রাহিম আলমাদি। তার কারাদণ্ডের বিষয়ে সৌদি আরবের সঙ্গে আলোচনার কথাও জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৮ অক্টোবর এই আলোচনা হয়। এই ঘটনায় দুই ঘনিষ্ঠ মিত্র দেশের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দফতর সাদ ইব্রাহিম আলমাদির আটকের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যক্তির বিষয়টি সৌদি কর্তৃপক্ষের কাছে উত্থাপনও করা হয়েছে।
আলমাদির ছেলে ইব্রাহিমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তার বাবা টুইটারে সৌদি সরকারের সমালোচনা করে একটি পোস্ট করেছিলেন। সেজন্য তাকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি সরকার।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন, তারা রিয়াদ ও ওয়াশিংটন উভয় চ্যানেলের মাধ্যমে সৌদি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে কথাও বলেছেন। তারা এই মামলার বিষয়ে ধারাবাহিক ও নিবিড়ভাবে তাদের উদ্বেগের কথাও জানিয়েছেন। মত প্রকাশের স্বাধীনতাকে কখনই অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্ত আলমাদি ফ্লোরিডার বাসিন্দা। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে সৌদি এসেছিলেন। তখন তার ১৪টি টুইটে সৌদি আরব সরকারের সমালোচনা করা হয়, এমন অভিযোগে ২০২১ সালের নভেম্বরে বিমানবন্দরেই তাকে আটক করা হয়।
ইব্রাহিমের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে, ৭২ বছর বয়সী আলমাদিকে ৩ অক্টোবর ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরবের আদালত। কারাদণ্ড ভোগের পর তার ওপর আরও ১৬ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়।
আলমাদির ছেলে জানিয়েছেন যে, তার বাবা সৌদি আরবের দুর্নীতি ও কলামিস্ট জামাল খাসোগির হত্যার সমালোচনা করে টুইট করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।