দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন কথা কী আপনার কখনও শুনেছেন? চোর কখনও কী চুরি করে দুঃখ প্রকাশ করে ই-মেইল পাঠিয়েছে শুনেছেন? শুধু তাই নয় ফেরত পাঠিয়েছে গুরুত্বপূর্ণ নথি!
সম্প্রতি নেটমাধ্যমে এমনই এক অদ্ভুত চোরের গল্প ভাইরাল হয়েছে। গড গুলুভা নামে এক ব্যক্তি সম্প্রতি তার সঙ্গে ঘটে যাওয়া এমন একটি মজার ঘটনা টুইটারে শেয়ার করে লিখেছেন যে, ‘গত রাতে যে আমার ল্যাপটপটি চুরি করেছে, আমার ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে আমাকেই আবার মেইল করেছে! রাগ করবো নাকি ধন্যবাদ জানাবো, বুঝে উঠতে পারছি না।’
ই-মেইলে চোর লিখেছে যে, ‘গতকাল আমি আপনার ল্যাপটপটি চুরি করেছি। আমার সত্যিই টাকার প্রয়োজন ছিল। ল্যাপটপটি ঘেঁটে আমি দেখেছি যে, আপনি কোনও গবেষণার কাজে ব্যস্ত রয়েছেন। আমি সেই সংক্রান্ত সব ফাইলই আপনাকে মেইল করলাম। আপনার যদি আরও কোনও রকম তথ্যের প্রয়োজন হয়, তাহলে আপনি আমার সঙ্গে সোমবার দুপুর ১২টার পূর্বে যোগাযোগ করুন। আমি ল্যাপটপটি বিক্রি করার গ্রাহক খুঁজে পেয়েছি।’
এই ঘটনায় হাস্যরসের সঙ্গে সঙ্গে এই অদ্ভুত চোরের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন অনেকেই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।