The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

কালো মুরগির কালো ডিম: এক মুরগির দাম ৩ লাখ টাকা! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মুরগির রং কি হয় তা আমাদের সকলের জানা। তবে এবার শোনা গেলো কালো মুরগির কথা। যার ডিমও কালো! আবার এক মুরগির দাম ৩ লাখ!

black-chicken

আমরা সাধারণত দেখে থাকি সাদা, খয়েরি, লালচে, কালো ছোপ ছোপ অথবা হলদেটে রংয়ের হয়ে থাকে মুরগি। তবে আজকের ছবির এই আয়াম সেমানি নামের এই মুরগিটি একেবারে কালো মুরগি। মুরগিটির গোটা শরীর কালো! দুনিয়ায় যেহেতু অনেক কিছুই কালো আর মুরগি কালো হতে পারে না! পুরো পৃথিবী জুড়ে একমাত্র ইন্দোনেশিয়াতেই পাওয়া যায় এই আয়াম সেমানি মুরগি অর্থাৎ কালো মুরগি।

এই মুরগির গায়ের সব কিছু রং কালো। গায়ের পালক কালো, চামড়া কালো, ঠোঁট, নখ, ঝুঁটি, মুখ, জিভ, এমনকি শরীরের ভিতরের মাংসও কালো! এই মুরগির অঙ্গ-প্রত্যঙ্গ এমনকি হাড় পর্যন্তও কালো! শুধু কালো নয়, একেবারে কুঁচকুচে কালো।

জানা যায়, ইন্দোনেশিয়ায় এই মুরগি অনেক ধার্মিক কারণেও ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তীকালে হল্যান্ড ও চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়াতেও এই ধরনের মুরগির জন্ম দেওয়া হচ্ছে হাইব্রিড করে। তবে ভারতের মধ্য প্রদেশেও এর হাইব্রিড করা হয়। সেখানে এটির নাম করকনাথ চিকেন।

এই আয়াম সেমানি ডিম দেয় কী রংয়ের, আবার রক্তের রংটাই বা কী? শুনলে আপনিও থমকে যাবেন। কেবলমাত্র এর রক্তটা লাল। তবে বেশ গাঢ় লাল। কালচে লাল কিংবা খয়েরি ধাঁচেরও বলা যায়। ডিমগুলো বেশ কালো ধরনের। একটু বাদামি ধাঁচের। ইন্দোনেশিয়ার স্থানীয় ভাষায় আয়াম শব্দের অর্থ হলো মুরগি। সেমানি শব্দের অর্থ হলো কালো।

ইন্দোনেশিয়ার জাভায় এই মুরগি পরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, আয়াম সেমানিরা এই পৃথিবীতে অন্তত ৯শ’ বছর পূর্ব হতে রয়েছে। অনেক গল্প রয়েছে এই মুরগিকে নিয়ে। সেখানকার মানুষ বিশ্বাস করে মানুষের জীবনে এই মুরগি সৌভাগ্য এনে দেয় । আয়াম সেমানির মাংসতে এতো বেশি পরিমাণ আয়রন থাকে, যা অন্য কোনো মাংসে নাকি কখনই থাকে না। গর্ভবতী মহিলারা এই মুরগির মাংস খেলে, তাঁদের শরীর ভালো থাকে। সুস্থভাবে সন্তানের জন্ম দিতে পারেন তাঁরা। এতে করে তাঁদের সন্তানও বুদ্ধিমান এবং শক্তিমান হয়!

আয়াম সেমানিকে বিশ্বের সবথেকে দামি মুরগি হিসেবে ধরা হয়! জানা যায়, আমেরিকাতে ১৫ বছর আগেও সচরাচর কোথাও এই মুরগি যদি পাওয়া যেতো তাহলে তার দাম নিদেনপক্ষে হতো আড়াই হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ টাকার মতো। তবে বর্তমানে একটি আয়াম সেমানি মুরগির দাম ৩ লাখ টাকা!

দেখুন ভিডিও

Loading...