দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্যিই এক দুর্ভেদ্য ব্রিজ বটে। ছবি দেখে আপনাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না। আপনি কী সত্যিই সাহসী? এই ব্রিজদিয়ে আপনি কী পার হতে পারবেন?
ঘুরতে কে না ভালোবাসে? সবাই ঘুরতে পছন্দ করে। কিন্তু তাই বলে এমন দুর্ভেদ্য স্থানে? এমন একটি দুর্ভেদ্য সেতুতে? যদি আপনি অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে বিষয়টি আলাদা। অনেক উপর হতে নিচে দেখতে ভয় লাগে আবার মজাটাও আপনি উপভোগ করতে পারেন। তাহলে টাকা জমিয়ে একবার চলে যান এই পেত্রিতে। এই পেত্রি জায়গাটা অধুনা ইউক্রেনে। একেবারে পাহাড়ের উপরে সুন্দর এই স্থান।
এই ব্রিজ রীতিমতো বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণীয়। সারাবছর বিশ্বের বহু পর্যটক একবার নিজ চোখে দেখতে আসেন ব্রিজটা। তবে বেশিরভাগই শীতকালে। কারণ হলো তখন কুয়াশা বেশি থাকে। চারপাশটা ভালোভাবে দেখা যায় না বলে সেইসময় এই ব্রিজটি পারাপার হওয়াটাই তো চ্যালেঞ্জিং। তাই অনেকেই সেই চ্যালেঞ্জটা জিততে পারেন। হয়তো অনেকেই আবার পারেন না। একবার দেখুন তো ছবিটা ভালো করে? আপনি পারবেন একা একা এই ভয়ংকর ব্রিজটি পার হতে? নিচটা কতোটা গভীর।