দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চট্টগ্রাম টেস্ট বাংলাদেশ ঝুলে আছে ৩৩ রানের দৌড়ে। ইংল্যান্ডের দেওয়া ২৮৬ রানের লক্ষ্যে বাংলাদেশ চতুর্থ দিন (রবিবার) শেষ করেছে ৮ উইকেটে ২৫৩ রানে।
জিততে হলে শেষ দিনে বাংলাদেশের চাই আরও ৩৩ রান। অপরদিকে ইংল্যান্ডের টার্গেট ২ উইকেট।
তবে সাব্বির রহমান ৫৯ রানে অপরাজিত থেকে বাংলাদেশের জয়ের স্বপ্ন এখনও বাঁচিয়ে রেখেছেন। তারসঙ্গে ১১ রান নিয়ে কালকের (সোমবার) দিন শুরু করবেন তাইজুল ইসলাম।
২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুটা ভালোই করেন তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। ৯ ওভারে দুজন স্কোরবোর্ডে যোগ করেন ৩৪ রান। ১০ম ওভারে ভেঙে যায় ৩৫ রানের উদ্বোধনী জুটি। প্রথম ইনিংসে ৭৮ রানের ইনিংস খেলা তামিম আউট হন মঈন আলীর বলে শর্ট লেগে গ্যারি ব্যালান্সের ক্যাচে। তারপর আরও ৩ উইকেট যাওয়ার পর অনেকক্ষণ টিকে ছিল ৫টি উইকেট।