The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

চিতার সঙ্গে এবার মানুষের লড়াই দেখুন [ভিডিও]

Gurgaon, India, November 24: A Leopard entered in village Mundawala near Sohna on Thursday early morning, leopard injured around ten villagers, after that villagers killed leopard, in Gurgaon, on Thursday, November 24, 2016. Photo by Manoj Kumar

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা মানুষের সঙ্গে মানুষের লড়াই দেখেছি। কিন্তু তাই বলে চিতার সঙ্গে লড়াই? তবে এবার সত্যিই তাই ঘটেছে। এবার দেখুন মানুষের সঙ্গে চিতার লড়াই ভিডিওতে!

Gurgaon, India, November 24: A Leopard entered in village Mundawala near Sohna on Thursday early morning, leopard injured around ten villagers, after that villagers killed leopard, in Gurgaon, on Thursday, November 24, 2016. Photo by Manoj Kumar

ঘটনাটি শুধুমাত্র ছবিতে নয়, বাস্তবেই এমন ঘটনা ঘটেছে ভারতের গুরগাঁওয়ে। একেবারে যেনো যমে-মানুষে টানাটানি। রীতিমতো টানটান ৩ ঘণ্টার এক থ্রিলার! সিনেমার চিত্রনাট্যকেও যেনো হার মানিয়েছে। ঘটনাটি ২৪ নভেম্বর ভোরে ভারতের গুরগাঁওয়ের ঘটনা। ওই গ্রামের এক ঘরের খাটিয়ার নিচে হঠাৎ নজরে পড়লো এক চিতাবাঘ। আতংকিত মানুষের চিৎকারে ওই চিতাটি এক ঘর হতে অন্য ঘরে ছুটতে থাকে। চিতার ভয়ে গোটা গ্রামের মানুষ ঘরবন্দি হয়ে পড়ে। অপরদিকে মানুষের ঘরে বন্দি চিতাটিও। মোবাইলের যুগ হওয়ায় এই খবর একেবারে বিদ্যুতের বেগে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

প্রায় হাজার-দেড়েক হাজার মানুষ চিতা বাঘটিকে দেখতে ছুটে আসেন ওই বাড়িতে। মানুষের সাহসও বেড়ে যায়। বাঁশ, লাঠি, কুড়াল নিয়ে মানুষ চিতাটিকে ধরতে যোগ দেয় আসরে। বাঁশ, ঢিল ছোঁড়া শুরু হয় চিতাটিকে। চিতাটিও বারবার খোঁচা খেয়ে যেনো আক্রমণাত্মক হয়ে ওঠে। মানুষের দিকে তেড়ে পাঁচিলের ওপর উঠে যায় ওই চিতাটি। তবে ৩ ঘণ্টার টানটান লড়াইয়ের পর চিতাটিকে শেষ পর্যন্ত মেরে ফেলে গ্রামবাসী।

প্রথমে জালে ধরা হয়, তারপর চিতাটিকে লাঠিপেটা করে মেরে ফেলা হয়। পুলিশ, বনকর্মীদের উপস্থিতিতেই পুরো ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ-বনকর্মীরা এতো পরে ঘটনাস্থলে আসেন যে, তখন পুরো ঘটনায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে এই ঘটনায় ৯ জন গ্রামবাসী গুরুতর জখম হয়েছেন। তবে ওই চিতার আক্রমণে দুই ব্যক্তির হাত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

দেখুন সেই ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...