দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের কোনো চলচ্চিত্র এভাবে বিদেশের বুকে সিনেমা হলের পর্দা কাঁপাবে তা কখনও কেও চিন্তাও করতে পারেনি। তবে এবার সত্যিই তাই ঘটেছে। এবার ইতালি কাঁপালো শুভ-মাহি’র ‘ঢাকা অ্যাটাক’।
আরিফিন শুভ এবং মাহিয়া মাহি অভিনীত বক্স অফিস কাঁপানো সুপার হিট ছবি ‘ঢাকা অ্যাটাক’। দেশীয় চলচ্চিত্র অঙ্গনে বাজিমাত করে দেশের গন্ডী পেরিয়ে এখন বিশ্বের বিভিন্ন দেশে দর্শকদের মাতিয়ে রাখছেন বাংলাদেশী চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। বর্তমানে ইতালির বিভিন্ন অঞ্চলে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হচ্ছে। প্রচুর দর্শক ঘটেছে এই সব সিনেমা হলে।
এমন ভালোবাসার কথা জানাতে গত সপ্তাহে ‘ঢাকা অ্যাটাক’ টিমের পক্ষ হতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ছবির কলাকুশলীসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
পরিচালক দীপঙ্কর দীপন বলেন, ‘এখন পর্যন্ত ‘ঢাকা অ্যাটাক’ নিয়ে বিভিন্ন সিনেমা হল ঘুরেছি। কোথাও সাউন্ড সিষ্টেম ঠিক পাইনি। তবে রোমের রয়েল সিনেমার সাউন্ড সিষ্টেম পারফেক্ট থাকায় দর্শকরা ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা ভালোভাবে উপভোগ করেতে পেরেছেন। সে কারণে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। তাই ছবিটি সারাবিশ্বে পৌঁছে দিতে রোম হতে এর যাত্রা শুরু হয়েছে।’
আরিফিন শুভ তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘দর্শকদের উপস্থিতি দেখে এতো ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করতে পারছি না। অনেকেই জানতেন না ‘ঢাকা অ্যাটাক’ আমার ছবি। যখন জানলো এ ছবির মানুষটি আমি, তারা আবেগে আত্মহারা হয়ে যান। অনেকেই আমার সঙ্গে সেলফি তোলার অনুরোধ জানান।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফিন শুভ বলেন, আমি সুপারস্টার হতে চাইনা, আমি এন্টারটেইনার হতে চাই। একদিনের সুপারস্টার হতে আসিনি, সকলের ভালোবাসা পেতে এসেছি।
‘ঢাকা অ্যাটাক’ রোমে এই প্রথম ছবি যা কিনা হলে প্রপার ডিসিপি’র মাধ্যমে রিলিজ হয়েছে। ইতিপূর্বে এখানে ডিভিডি দিয়ে ‘মনপুরা’ দেখানো হয়। ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে অফিসিয়ালি ইতালিতে বাংলা চলচ্চিত্র শুরু করতে পেরে দারুণ উচ্ছ্বাসিত ছবির কলাকুশলীরাও। ইতালির গাল্লারাতে চলতি মাসের ১৫ তারিখে ‘ঢাকা অ্যাটাক’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ৬ অক্টোবর মুক্তি পাওয়া ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটির কাহিনী লিখেছেন সানী সানোয়ার। আরিফিন শুভ-মাহিয়া মাহি ছাড়াও আরও অভিনয় করেছেন আলমগীর, আফজাল হোসেন, এবিএম সুমন, হাসান ইমাম, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা প্রমুখ।