দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রানার আরটি নামে নতুন সাশ্রয়ী বাইক এসেছে বাজারে। নতুন এই মডেলটি দেখতে অনেকটা রানারের দুরন্তের মতোই।
এবার রানার বাজারে আনলো সাশ্রয়ী দামের মোটরসাইকেল। এই মডেলটি হলো রানার আরটি। এই মডেলটি দেখতে অনেকটা রানারের দুরন্তের মতোই।
রানার বাইক আরটিতে রয়েছে ৮৬ সিসির সিঙ্গেল সিলিন্ডারের এয়ার কুলড ইঞ্জিন। এতে সর্বোচ্চ গতি উঠবে ৭৬ কিলোমিটার।
জানা গেছে, ৪ স্পিড গিয়ার ট্রান্সমিশনের বাইকটির জ্বালানির ধারণ ক্ষমতা ৮ লিটার। অপরদিকে দুরন্ততে ৬ লিটারের কিছু বেশি জ্বালানির ধারণ ক্ষমতা ছিল। ৮৬ কিলোগ্রাম ওজনের এই বাইকটিতে ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপিক। রিয়ারে রয়েছে টুইন শক অ্যাবসর্ভার। নতুন এই বাইকটির উভয় চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে।
নতুন এই বাইকটির ফ্রন্ট টায়ারের আকার ২.৫-১৭, রিয়ার টায়ার ২.৭৫-১৭। দুরন্তের মতোই বাইকটিতে ১২ ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
দুরন্তের আদলে তৈরি বাইকটিতে ব্যবহার করা হয়েছে ওয়েট টাইপ মাল্টিপল ক্লাচ। নতুন এই বাইকটির ডিজাইনেও বৈচিত্র্য রয়েছে। ফুয়েল ট্যাংকের দু্পাশে রয়েছে কভার। ঠিক এমনিভাবে ইঞ্জিনেও গার্ড রয়েছে। তবে এটি দুরন্তের মতোই বাম্পার ও শাড়ি গার্ড নেই। রয়েছে লম্বা কেরিয়ার।
লাল ও কালো রঙের মিশেলে তৈরি বাইকটির বাজার মূল্য মাত্র ৬২ হাজার টাকা। যে কারণে যে কেও কিনতে পারবেন নতুন এই বাইকটি।