The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

তুরস্কের ইস্তাম্বুলে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর!

তুর্কি প্রজাতন্ত্রের ৯৫তম বার্ষিকী উপলক্ষ্যে এই বিমান বন্দরের উদ্বোধন করা হয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার যাত্রা শুরু করেছে তুরস্কের ইস্তাম্বুলে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরটি। দেশটির প্রেসিডেন্ট তাইয়েব এরদোগান বিমানবন্দরটি কিছুদিন পূর্বে উদ্বোধন করেছেন।

তুরস্কের ইস্তাম্বুলে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর! 1

তুর্কি প্রজাতন্ত্রের ৯৫তম বার্ষিকী উপলক্ষ্যে এই বিমান বন্দরের উদ্বোধন করা হয়। তুর্কি সাইপ্রাসের প্রেসিডেন্ট, কাতারের আমির এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীসহ ১৮টি দেশের ৫০ জন উচ্চ পর্যায়ের অতিথি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লিম্যাক, কোলিন, সেনগিজ, মাপা ও ক্যালন – এই বৃহৎ ৫টি কোম্পানির মিলিত কনসোর্টিয়ামের মাধ্যমে এই বিমানবন্দরটি নির্মাণ করা হয়।

কামাল আতাতুর্ক বিমানবন্দরের পরিবর্তে এখন থেকে এটিই ইস্তাম্বুলের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত। তুরস্কের নিজস্ব অর্থায়নে ২ হাজার ৬০০ কোটি ইউরো ব্যয়ে বিমানবন্দরটি নির্মিত হয়েছে। ৭ কোটি ৬০ লাখ বর্গমিটার আয়তনের এই বিমানবন্দর দিয়ে বর্তমানে বছরে ৯ কোটি যাত্রী যাতায়াত করতে পারবে বলে আশা করা হচ্ছে। প্রথম পর্যায়ে এই অংশের কাজ সম্পন্ন করতে ব্যয় করা হয়েছে ৬০০ কোটি ইউরো।

প্রায় ১০ সহস্রাধিক লোক এই প্রকল্পে কাজ করেছে। এতে তুরস্ক ও বিদেশের মোট ২৫০ জন স্থপতি ও ৫ শতাধিক প্রকৌশলী এই নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন।

এই বিষয়ে তুরস্কের পরিবহন ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী সেহিত তুরহান জানিয়েছেন, আপাতত দুটি রানওয়ে ও একটি টার্মিনাল চালু করা হবে। যা দিয়ে বছরে ৯ কোটি যাত্রী যাতায়াত করতে পারবেন। সেইসঙ্গে একটি প্রধান এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, একটি কার্গো হাউজও চালু করা হবে। চালু হওয়া দুই রানওয়ের একটি চার দশমিক এক কিলোমিটার ও অপরটি ৩ দশমিক ৭৫ কিলোমিটার লম্বা। এই অংশে আপাতত ৩৪৭টি বিমান অবস্থান করতে পারবে। কামাল আতাতুর্ক হতে প্রধান ফ্লাইটগুলো এই বিমানবন্দরে সরিয়ে আনতে ৪৮ ঘণ্টার মতো সময় লাগবে।

২০২৩ সাল নাগাদ এই বিমানবন্দরের কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন হবে। তখন এতে যুক্ত হবে পৃথক ৬টি রানওয়ে। ৫০০টি বিমান তখন একসঙ্গে এই বিমানবন্দরে অবস্থান করতে পারবে। বছরে অন্তত ২০ কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করবেন। সেইসঙ্গে তখন এটি বিশ্বের সবচেয়ে বড় করমুক্ত শপিং কমপ্লেক্সে পরিণত হবে, যার আয়তন হবে প্রায় ৫৩ হাজার বর্গমিটার!

এই বছরের শেষ নাগাদ বিমানবন্দরটিতে প্রতিদিন ৩৫০টি গন্তব্যের জন্য বিমান ২০০০ বার উঠানামা করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali