দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল চার্জের অনেক নতুন নতুন পদ্ধতি আসছে আধুনিক এই প্রযুক্তি যুগে। এবার সৌরশক্তিতে চলা হেডফোন দিয়েই চার্জ করা যাবে মোবাইল ফোন!
মোবাইলে চার্জ করা যাবে এমনই একজোড়া হেডফোন তৈরি করেছেন যুক্তরাজ্যের গ্লাসগোর গবেষক অ্যান্ড্রু অ্যান্ডারসন। ‘অনবিট’ নামের হোডফোনটিতে ব্যবহার করা হয়েছে বিশেষ প্রযুক্তির নমনীয় সোলার সেল। এটি সূর্যের আলো থেকে দশমিক ৫৫ ওয়াট বিদ্যুৎশক্তি সংগ্রহ করবে। দুটি ছোট আকারের লিথিয়াম ব্যাটারিতে এ শক্তি সংরক্ষণ করা হবে, যা পরে মোবাইল ফোন চার্জ করার জন্য ব্যবহার করা হবে।
এই বিশেষ হেডফোনটি বাজারজাত করতে বিনিয়োগকারী খুঁজছেন অ্যান্ড্রু অ্যান্ডারসন। তিনি আশা করেন, দুই লাখ পাউন্ড পাওয়া গেলে আগামী বছর থেকেই হেডফোনটির উৎপাদন শুরু করা সম্ভব হবে। সূত্র : বিবিসি